ব্রণর সমস্যা দূর হলেও ব্রণর দাগ (Acne Scars) সহজে যেতে চায় না। অনেকেই রয়েছেন যাঁরা ব্রণর ওপর হাত দেন কিংবা সেগুলোকে ফাটিয়ে ফেলেন। এতে ত্বকে গর্ত হয়ে যায় এবং ব্রণর দাগ নিরাময় হয় না। এর জন্য অনেক সময় নানা ধরনের ট্রিটমেন্ট করাতে হয়। আপনি যদি এগুলোকে প্রাকৃতিক ভাবে দূর করতে চান এবং দাগ-হীন ত্বক চান তাহলে ঘরোয়া প্রতিকার (Home Remedies) হিসাবে কিছু ফেসপ্যাক (Face Pack) ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাকগুলো কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কার্যকরভাবে কাজ করে। যেহেতু এতে কোনও রাসায়নিক পদার্থ নেই, তাই এগুলো ত্বকের জন্য ভাল। তাছাড়া এই ফেসপ্যাকগুলো দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে এবং সুস্থ রাখতে সাহায্য করে।
ডিমের সাদা অংশ ও আমন্ডের দুধ
ডিমের সাদা অংশে রয়েছে অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য, যা তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। এর পাশাপাশি আমন্ডের দুধ ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে। বিশেষ বিষয় হল দুটি উপাদানই দাগ দূর করতে কার্যকর বলে বিবেচিত হয়। প্রথমে এই দুটি উপাদানের মিশ্রণের মিশ্রণ তৈরি করুন। এবার এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুবার এই ফেস মাস্কটি লাগান।
বেসনের ফেসপ্যাক
ত্বকের যত্নের রুটিনে বেসন, টমেটো এবং মধু নানা ভাবে ব্যবহার করা হয়। দাগ থেকে মুক্তি পেতে তিনটি জিনিস মিশিয়ে ফেস মাস্ক তৈরি করুন। এবার এটি মুখে লাগান। ১০ মিনিট পর শুকিয়ে গেলে লেবুর খোসার সাহায্যে ঘষে নিন। খেয়াল রাখবেন যেন খুব দ্রুত না ঘষে ফেলেন। ৪ থেকে ৫ মিনিট ঘষার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন স্নান করার আগে এই পদ্ধতিটি ব্যবহার করে দেখুন। কিছু দিন পর আপনি পার্থক্য দেখতে শুরু করবেন।
কমলালেবুর খোসা এবং হলুদ
অনেকেই কমলালেবুর খোসা ত্বকের যত্নে ব্যবহার করেন। এটি সিবাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং কোলাজেন উৎপাদনকে উৎসাহিত করে। এতে উপস্থিত রেটিনল ব্রণ নিরাময়ে কার্যকরভাবে কাজ করে। ফেস মাস্ক তৈরি করতে একটি পাত্রে কমলালেবুর খোসার গুঁড়ো নিন এবং তাতে ১ চিমটি হলুদ মেশান। এবার গোলাপ জলের সাহায্যে একটি পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট পর, বৃত্তাকার গতিতে ঘষে এটি পরিষ্কার করুন। মুখ ধোয়ার সময় শুধুমাত্র সাধারণ জল ব্যবহার করুন।
গাঁদা ফুলের ফেসপ্যাক
গাঁদা ফুলের মধ্যে ত্বক পরিষ্কার করার বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। ফেস মাস্ক তৈরি করতে এক চা চামচ গাঁদা ফুলের পেস্ট বানিয়ে তাতে আধা চা চামচ দই মিশিয়ে নিন। দুটো ভালো করে মিশিয়ে মুখে লাগান। আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তবে এই ফেস মাস্কটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। এই ফেস মাস্ক সপ্তাহে দুবার লাগালেই যথেষ্ট।
আরও পড়ুন: কালারড হেয়ার হোক বা রিবন্ডিং হেয়ার, প্রি-কন্ডিশনিং রোজ করতে হবে: জাভেদ হাবিব