Detox Spray: বসন্তে সারাদিন তরতাজা থাকতে চান? ডিও-র বদলে মরশুমি ফল দিয়ে বানিয়ে নিন প্রাকৃতিক ডিটক্স স্প্রে

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 19, 2023 | 7:56 AM

DIY Hacks for Skin Care: এই ডিটক্স স্প্রে তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন, তাই এটি আপনার ত্বকের উপর কোনও রকম ক্ষতিকারক প্রভাব ফেলবে না।

Detox Spray: বসন্তে সারাদিন তরতাজা থাকতে চান? ডিও-র বদলে মরশুমি ফল দিয়ে বানিয়ে নিন প্রাকৃতিক ডিটক্স স্প্রে

Follow Us

সারাদিনের রূপচর্চার জন্য যেটুকু সময় বরাদ্দ থাকে, সেটা আমরা মুখের পরিচর্চাতেই কাজে লাগাই। শরীরের অন্যান্য অংশের যত্ন নিই না বললেই চলে। যেহেতু এখনও শীতের আমেজ রয়েছে এবং বাতাসে আর্দ্রতা কম, তাই নিয়ম করে এখন ময়েশ্চারাইজার ব্যবহার করছেন। কিন্তু একটু রোদের তেজ বাড়লেই সেটাও বন্ধ হয়ে যাবে সেটাও। কিন্তু বাহুমূলের অযত্ন করলে আপনিই বিপদে পড়বেন। এখন থেকে ঘাম দিচ্ছে। আর কয়েকদিন পরে এই সমস আরও বাড়বে। কিন্তু আপনার নিজেকে তরতাজা রাখা দরকার। আর এই কাজটা আপনাকে এখন থেকেই করতে হবে।

একটু গরম পড়লেই আন্ডার-আর্মের জন্য ট্যালকম পাউডার, ডিও স্প্রে ব্যবহার করা শুরু করে দেন অনেকেই। কিন্তু এই ধরনের পণ্য ব্যবহারে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, সুগন্ধ যুক্ত প্রসাধনী পণ্য শরীরে ক্যানসারের কোষের বৃদ্ধির কারণ। তাছাড়া এই ধরনের প্রসাধনী পণ্যের ব্যবহারে ত্বকের উপর অ্যালার্জি, র‍্যাশ, ফুসকুড়ির সমস্যা দেখা দেয়। কিন্তু নিজেকে ফ্রেশ রাখতে, বিশেষত আন্ডার-আর্ম সতেজ রাখার জন্য ডিও স্প্রে ব্যবহার করতেই হবে। আপনি চাইলে এই ডিও স্প্রেকে রিপ্লেস করতে পারেন ডিটক্স স্প্রে দিয়ে।

প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি নিজেই বাড়িতে ডিটক্স স্প্রে তৈরি করতে পারবেন। যেহেতু এই ডিটক্স স্প্রে তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন, তাই এটি আপনার ত্বকের উপর কোনও রকম ক্ষতিকারক প্রভাব ফেলবে না। উপরন্ত এটি আপনাকে সারাদিন তরতাজা ও সতেজ অনুভব করাতে সাহায্য করবে। পাশাপাশি এটি আপনার ত্বককে কোমল রাখবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন ডিটক্স স্প্রে।

অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে তৈরি করুন ডিটক্স স্প্রে-

একটা কাপে এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার নিন। এর সঙ্গে ৪-৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে অর্ধেক কাপ গোলাপ জল মিশিয়ে দিন। উপকরণগুলোকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন এবং একটি স্প্রে বোতলে ঢেলে নিন। প্রতিদিন স্নান সেরে এই ডিটক্স স্প্রে ব্যবহার করুন। প্রতিবার এই ডিটক্স স্প্রে ব্যবহারের আগে বোতলটা একবার ঝাঁকিয়ে নেবেন।

ফল দিয়ে তৈরি করুন ডিটক্স স্প্রে-

স্ট্রবেরি, কিউই, কমলালেবু, টমেটো নিয়ে টুকরো টুকরো করে কেটে নিন। এক বোতল জলে ওই ফলের টুকরোগুলো ভিজিয়ে রাখুন। সারারাত ওই বোতলটা ফ্রিজে রাখে দিন। এই জলটা আপনি ডিটক্স ওয়াটার হিসেবে পান করতে পারেন। আর যদি ত্বকে মাখেন তাহলে ওই জলে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন এবং ফলগুলো তুলে ফেলে দিন। এবার এই জলটা ছেঁকে স্প্রে বোতলে ভরে রাখুন। আন্ডার-আর্মের পাশাপাশি এই ডিটক্স স্প্রে আপনি মুখেও ব্যবহার করতে পারেন।

Next Article