আপনি কি ঘনঘন চুল স্ট্রেটনিং করেন? কিংবা চুলের বিভিন্ন রকম স্টাইল করতে হিট ব্যবহার করে থাকেন? তাহলে কিন্তু আপনার চুলের অতিরিক্ত যত্ন প্রয়োজন। নাহলে চুল পড়া, অকালে পেকে যাওয়া, গোড়া আলগা হওয়া, ডগা ফেটে যাওয়া, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার মতো একাধিক জটিল সমস্যা দেখা দিতে পারে। তাই সময় থাকতেই চুলের যত্ন নিন। কারণ চুলে হিট দিলে, তা সে স্ট্রেট করার জন্য হিট আয়রন করুন, কিংবা কার্ল ও অন্যান্য স্টাইলের জন্য গরম হেয়ার স্টিক, হেয়ার স্প্রে ব্যবহার করুন অথবা চুল শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করুন, এর সবকটাতেই চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই চুলে হিট দিলে সেই ক্ষতি রুখতে প্রয়োজনীয় যত্নও নিন।
কী কী উপকরণের সাহায্যে কীভাবে হিটের ফলে খারাপ হয়ে যাওয়া চুলের যত্ন নেবেন দেখে নিন-
অ্যাভোকাডো- ভিটামিন, মিনারেলস এবং এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিডে ভরপুর অ্যাভোকাডো ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্নের জন্য খুবই উপকারি উপকরণ। শুধু হিটের ফলে ড্যামেজ চুল নয়, অন্যান্য সমস্যাও দূর করে অ্যাভোকাডো। ডিমের সঙ্গে অ্যাভোকাডোর শাঁস মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। আধঘণ্টা রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন এটা করলেই হাতেনাতে উপকার পাবেন।
অলিভ অয়েল- চুলের জন্য যেকোনও তেলই সবসময় উপকারি। বিশেষ করে অলিভ অয়েল চুলের এবং স্ক্যাল্পের অনেক সমস্যা দূর করে। সামান্য গরম করে চুলে অলিভ অয়েল ম্যাসাজ করলে হিট দেওয়ার ফলে যদি চুল খারাপ হয়ে গিয়ে থাকে, সেই সমস্যার সমাধান হবে। গরম তেল মালিশের পর নরম তোয়ালে দিয়ে এক ঘণ্টা চুল পেঁচিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
অ্যাপেল সিডার ভিনিগার- এই উপকরণেও প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস থাকে। অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে অলিভ অয়েল (২ চামচ) আর ডিম (২টো) মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগালে অনেক সমস্যার সমাধান হবে একসঙ্গে। শ্যাম্পুর করার আগে আলতো হাতে সারা মাথায় এই হেয়ার প্যাক লাগিয়ে ম্যাসাজ করতে হবে। তারপর আধঘণ্টা রেখে মাথা ধুয়ে ফেলতে হবে।
অ্যালোভেরা জেল- ত্বকের মতো চুলের পরিচর্যাতেও অব্যর্থ উপাদান অ্যালোভেরা জেল। স্ক্যাল্পের চুলকানি, অ্যালার্জি, র্যাশ, জ্বালাভাব দূর করে অ্যালোভেরায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। স্নানের আগে চুলে অ্যালোভেরা জেল লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর চুল ধুয়ে নিন।
ডিম, দুধ এবং মধু- হিট দিলে চুল ভীষণ রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। এই রুক্ষভাব দূর করতে চুলে একটি ঘরোয়া হেয়ার প্যাক লাগান। সেই প্যাক তৈরি করতে প্রয়োজন ডিম এবং মধু অথবা দুধ। ডিমের সঙ্গে যেকোনও একটি উপকরণ মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে আধঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে স্নান করে নিন। দেখবেন চুল একদম নরম, মোলায়েম এবং চকচকে হয়ে গিয়েছে।
আরও পড়ুন- মাত্র এক সপ্তাহেই, কাঁচা দুধের ফেস প্যাকে ত্বকের জেল্লা ফিরে পাবেন!