পুজোয় কর্পূর (Camphor) ব্যবহৃত হয়। এই কর্পূর সিনামোমাম ক্যাম্পোরা নামের একটি গাছ থেকে পাওয়া যায়। এতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য স্বাস্থ্যের পাশাপাশি আমাদের সৌন্দর্য (Beauty) বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করে। এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূর করে। একই সঙ্গে, এটি ত্বক (Skin) সম্পর্কিত সমস্যার সমাধান করতেও সহায়ক।
সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এটি ব্রণ সমস্যা দূর করতেও সাহায্য করে। কিন্তু ত্বকের ওপর কর্পূরের ব্যবহারটা একটু আলাদা। অনেকে এটি নিয়মিত ব্যবহার করেন, আবার অনেকে শুধু ফেসপ্যাকে ব্যবহার করেন। আসলে কর্পূর প্রাকৃতিক উপাদান। তাই এটি অন্যান্য কৃত্রিম উপাদানের চাইতে বেশি শক্তিশালী। আপনি এটি ত্বকের ওপর কীভাবে ব্যবহার করবেন, দেখে নিন…
ব্রণ সমস্যা দূর করতে কীভাবে কর্পূর ব্যবহার করবেন-
দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাত্রা, ঠিক মতো ত্বকের যত্ন না নেওয়া, হরমোনের ভারসাম্যহীনতার কারণে ব্রণর সমস্যা সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কর্পূর। কর্পূরকে গুঁড়ো করে নিন, পাউডার আকারে। এবার ওই কর্পূরের গুঁড়োর সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ব্রণর ওপর লাগান। এটি সারা মুখে লাগানোর প্রয়োজন নেই। এই প্রতিকারটি কয়েক ট্রাই করুন, দেখবেন ব্রণর সমস্যা দূর হয়ে গেছে।
তৈলাক্ত ত্বকে কীভাবে ব্যবহার করবেন এই উপাদানটি-
যদি অতিরিক্ত তৈলাক্ত ত্বক হয়, তাহলে এক চিমটে কর্পূরের গুঁড়োর সঙ্গে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার তাতে অল্প পরিমাণ গোলাপ জল দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নিন। এবার এই ফেসপ্যাকটি সারা মুখে লাগান। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ওপেন পোর্সের সমস্যা দূর করে। এর পাশাপাশি অতিরিক্ত সিবামকেও নিয়ন্ত্রণে রাখে।
পা ফাটার সমস্যাকে দূর করে কর্পূর-
শীতকালে যদি আপনারও পায়ের গোড়ালি ফেটে যায় তাহলে কাজে আসতে পারে কর্পূর। এর জন্য, হালকা গরম জলে সামান্য কর্পূর মেশান এবং তাতে আপনার পা কয়েক মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে কিছুক্ষণ স্ক্রাব করুন। এবার পা ভালো করে ধুয়ে তাতে ফ্রুট ক্রিম বা তেল লাগান। একদিন পর এই পদ্ধতিটি ব্যবহার করে দেখুন, পার্থক্য দেখতে পাবেন।
ত্বকের র্যাশের সমস্যা দূর করে কর্পূর-
শীতকালে নানা কারণে ত্বকের ওপর র্যাশের সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করতে নারকেল তেলের সঙ্গে সামান্য কর্পূর মিশিয়ে সারা শরীরে লাগান। এতে উপস্থিত অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-প্রুরিটিক বৈশিষ্ট্য ত্বকের জ্বালাভাবকে নিয়ন্ত্রণ করতে সহায়ক। আপনি চাইলে বডি লোশনের সঙ্গে কর্পূরের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: চুলের যত্নে যোগ করুন তুলসী পাতা! খুশকির সমস্যা দূর করতে এই পাতা কীভাবে ব্যবহার করবেন?