Unwanted Facial Hair Removal: থ্রেডিং, ওয়াক্সিংয়ে র্যাশ বেরোয়? অবাঞ্ছিত লোমকে টাটা বলুন এক চিমটে হলুদ দিয়ে
Turmeric Facemask for Facial Hair: রেজ়ার ও ওয়াক্সিং করায় লোমের ঘনত্ব আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে উপায় কী? ঘরোয়া টোটকা। আর হেঁশেলে যখন হলুদ রয়েছে, তখন আর চিন্তা কিসের!

মুখের অবাঞ্ছিত লোম সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে এটা মহিলাদের জন্য একটা বড় সমস্যা তৈরি করে। চামড়ায় লোম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতার কারণে ত্বকে লোমের আধিক্য বেড়ে যায়। ত্বকের জেল্লা বজায় রাখার ক্ষেত্রে এই অবাঞ্ছিত লোম মোটেই ভাল নয়। তাই অনেকেই পার্লারে গিয়ে থ্রেডিং কিংবা ওয়াক্সিং করান। আবার কেউ রেজ়ার ব্যবহার করে নিজেই বাড়িতে লোম তুলে ফেলেন। কিন্তু এই উপায়গুলো আপনাকে পার্শ্বপ্রতিক্রিয়া এনে দিতে পারে। প্রথমত, মুখে থ্রেডিং খুব বেদনাদায়ক। আর এভাবে রেজ়ার ও ওয়াক্সিং করায় লোমের ঘনত্ব আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে উপায় কী? ঘরোয়া টোটকা। আর হেঁশেলে যখন হলুদ রয়েছে, তখন আর চিন্তা কিসের!
হলুদ হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের খেয়াল রাখে। হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বককে যে কোনও ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে। হলুদ ব্যবহার করে যেমন আপনি মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন, তেমনই ত্বকের একাধিক সমস্যা থেকে রেহাই পাবেন। অনেক সময় এই অবাঞ্ছিত লোমের কারণে মুখে ব্রণ, ফুসকুড়ি, লালচে ভাব, জ্বালাভাব, র্যাশের সমস্যা দেখা দেয়। হলুদ ব্যবহার করলে এর মধ্যে কোনও সমস্যাই আপনার ধারের কাছে ঘেঁষবে না। কিন্তু অবাঞ্ছিত লোম তুলতে কীভাবে হলুদ ব্যবহার করবেন, জানেন?
অবাঞ্ছিত লোম তোলার সবচেয়ে সহজ উপায় হল হলুদের ফেসপ্যাক। গোলাপ জল কিংবা সাধারণ জলে হলুদ গুঁড়ো গুলে নিন। এবার মুখের যে অংশে লোমের ঘনত্ব বা আধিক্য রয়েছে সেখানে ওই হলুদের পেস্ট লাগিয়ে দিন। এটা শুকনো হওয়া অবধি অপেক্ষা করুন। তারপর গরম জলে দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে হলুদের সঙ্গে অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে।
এই টোটকা কেন্দ্র করে অনেকে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে, এভাবে মুখে হলুদ ব্যবহার করলে ত্বকে হলেদেটে দাগ তৈরি হবে। যদিও এই হলেদেটে ভাব কয়েকবার মুখ ধোয়ার পরই দূর হয়ে যাবে। কিন্তু বিশেষ দিনের সকালে যদি এমনটা হয় কিংবা ব্যস্ত সময়সূচীর মধ্যে মুখে হলেদেটে ভাব নিয়ে থাকবেন কী করে। সেক্ষেত্রেও উপায় রয়েছে। বেসনের সঙ্গে হলুদ ব্যবহার করুন।
একটি বাটিতে ৪ টেবিল চামচ বেসন, ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং ৩ চা চামচ দুধ নিন। উপকরণগুলো ভাল করে মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভেজা তুলোর বল বা সুতির কাপড় দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতেও আপনার মুখের অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে। পাশাপাশি মুখে কোনও হলেদেটে ভাব থাকবে না। এই ফেসপ্যাকের আরও একটি ভাল দিক হল যে, এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
