২০১৮ সালে ২৪ ফেবুয়ারি, দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী। সেই বছরেই বড় মেয়ে জাহ্ণভী কাপুর বলিউডে ডেবিউ করেন হিট সিনেমা ধড়কের মধ্যে দিয়ে। সেই থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিভার ঝলকে দেখিয়ে চলেছেন এই নয়া প্রজন্মের নায়িকা। ধড়ক সিনেমার পর আর পিছনের দিকে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবিতে সই করে চলেছেন। সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকার জন্য জিম, ওয়ার্কআউটের বিভিন্ন ছবি ও ভিডিয়ো সামনে আসে। অভিনয়ের পাশাপাশি জাহ্ণবীর রয়েছে আরও একটি গুণ। উজ্জ্বল ও মসৃণ ত্বক। আর এর পিছনে কার ও কীসের রহস্য রয়েছে, তা অনেকেই জানেন না।
জাহ্ণবী কাপুর অনেক সাক্ষাত্কারেই সৌন্দর্যের রহস্যের জন্য তাঁর মা শ্রীদেবীর অবদানকেই তুলে ধরেন। তবে আপনার পছন্দের নায়িকার মতো যদি উজ্জ্বল ও লাবণ্য মেশানো ত্বক পেতে চান তাহলে শ্রীদেবীর দেওয়া কয়েকটি টিপস মেনে চলতে পারেন।
একটি সাক্ষাত্কারে জাহ্ণবী জানিয়েছিলেন, সকালে ব্রেকফাস্টের সময় অবশিষ্ট ফল যা থাকবে, তাই দিয়েই ত্বকের উপর ব্যবহার করার চেষ্টা করে। আর এই টোটকাটি মেনে চলতেন মাও। আমি মায়ের দেখে আমিও একই কাজ করার চেষ্টা করি। তাহলে জাহ্ণবী কাপুরের স্কিনকেয়ার রুটিন কী, তার কয়েক ঝলক এখানে দেখে নিন..
বেশিরভাগ ফলের মধ্যেই প্রাকৃতিক চিনি থাকে। এছাড়া ফলের পুষ্টিগুণে ব্রণর দাগ, রিঙ্কেলস প্রতিরোধ করা সম্ভব হয়ে যায় দ্রুত। ত্বকের বিভিন্ন সমস্যা দূরীকরণেও ফলের ফেস প্যাক অত্যন্ত প্রয়োজন। উজ্জ্বল ত্বকের জন্য কমলালেবু, আপেল, তরমুজ, লেবু, আম, স্ট্রবেরি, শসা ও ডালিম খুবই কার্যকরী। খাওয়ার পর অবশিষ্ট অংশগুলি ব্যবহার করলেই মিলবে দারুণ ফল।
লেবুর ফেস প্যাক- লেবুতে রয়েছে অতিরিক্ত প্রাকৃতিক অ্যাসিড। জল বা গোলাপ জল ব্যবহার করে লেবুর রসকে পাতলা করে তুলতে পারেন। ১০ মিনিট রেখে দিন। এবার একটি পাত্রের মধ্যে ১ চা চামচ মধু, হলুদ মিশিয়ে লেবুর রসটি যোগ করুন। ভাল করে মিশিয়ে ত্বকের উপর সমানভাবে লাগিয়ে নিন। যদি ত্বকে হলুদ সহ্য না হয়, তাহলে এই উপাদান যোগ করবেন না। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
পেঁপের ফেস প্যাক- মুখে যদি কালো দাগের সমস্যা থাকে, বা পিগমেন্টেশনের চিহ্ণ থাকে তাহলে পেঁপের সঙ্গে কমলালেুবর রস যোগ করে মুখের মধ্যে ফেস প্যাকের মতো ব্যবহার করতে পারেন। ১০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার করলে মিলবে দারুণ ফল।
কলার ফেস প্যাক- শুষ্ক ও নিস্তেজ ত্বকের জন্য কলার ফেস প্যাক অত্যন্ত জরুরি। কলা ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।
শসার ফেস প্যাক- চোখকে আরাম দিতে শসার টুকরো ব্যবহার করা যায়। শসার সঙ্গে অ্যালোভেরা জেল একসঙ্গে ব্লেন্ড করে একটি মসৃণ ফেস প্যাক তৈরি করুন। ত্বককে হাইড্রেট রাখতে ও টান্ডা রাখতে এই ফেস প্যাক মুখে ও ঘাড়ে প্রয়োগ করতে পারেন।
আরও পড়ুন: ব্রণর প্রবণতা রুখতে ফেসওয়াশে কোন কোন উপাদান থাকা একান্ত জরুরি, জানুন