ত্বকের তেলতেলেভাব দূর করতে কী করেন বিদ্যা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 13, 2021 | 11:16 PM

রূপচর্চার ব্যাপারে তিনি খুবই খুঁতখুঁতে। প্রাকৃতিক উপাদানেই বিশ্বাস করেন। এমন কিছু মাখেন না ত্বকে, যার পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। ব্র্যান্ডে বিশ্বাসী নন তিনি। যে সামগ্রী ত্বকের জন্য উপযোগী, সেটাই ব্যবহার করেন। সেটি অল্প দামেরও হতে পারে। সেটি বিদ্যা বাকিদেরও অনুসরণ করতে পরামর্শ দেন।

ত্বকের তেলতেলেভাব দূর করতে কী করেন বিদ্যা?

Follow Us

অভিনেত্রী বিদ্যা বালনের রূপে মুগ্ধ অনেকেই। দক্ষিণ ভারতীয় হলেও তিনি বং বিউটি। বিদ্যার ত্বক অয়েলি। অর্থাৎ, তৈলাক্ত। আমাদের অনেকের মতোই মুখে অতিরিক্ত তাঁরও। কিন্তু তিনি এই সমস্যাকে মেটাতে পেরেছেন বিদ্যা।

রূপচর্চার ব্যাপারে তিনি খুবই খুঁতখুঁতে। প্রাকৃতিক উপাদানেই বিশ্বাস করেন। এমন কিছু মাখেন না ত্বকে, যার পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। ব্র্যান্ডে বিশ্বাসী নন তিনি। যে সামগ্রী ত্বকের জন্য উপযোগী, সেটাই ব্যবহার করেন। সেটি অল্প দামেরও হতে পারে। সেটি বিদ্যা বাকিদেরও অনুসরণ করতে পরামর্শ দেন।

ত্বক – নিজের ত্বকের যত্ন কীভাবে নেন বিদ্যা বালন, জানালেন সেই সিক্রেট। ত্বক তৈলাক্ত করতে অয়েল ফ্রি ক্লিনজার ব্যবহার করেন বিদ্যা। বারবার মুখ পরিষ্কার করেন ওয়াইপ দিয়ে। মেকআপ তুলতেও তিনি ব্যবহার করেন ওয়াইপ। হার্বাল ফেসওয়াশ ব্যবহার করেন অভিনেত্রী। বডিওয়াশ হিসেবে ব্যবহার করেন গোলাপ ও লেবুর সুগন্ধী।

চোখ – চোখের সৌন্দর্যের প্রতি বিশেষ যত্ন দেন বিদ্যা। তার রয়েছে সুন্দর এক জোড়া চোখ। পাকিস্তান থেকে আসে বিদ্যার কাজল। যদিও সেই ব্র্যান্ডটি এখন পাওয়া যায় ভারতেও। চোখের জন্য হার্বাল কাজল ব্যবহার করতেই বেশি পছন্দ করেন বিদ্যা। আই মেকআপের গুরুত্ব দেন। তিনি মনে করেন চোখে আলাদা সৌন্দর্য ফুটে ওঠে।

চুল – সুন্দর চুলের অধিকারী বিদ্যা। চুলে নিয়মিত তেল লাগান তিনি। যে কারণে চুল লম্বা ও কালো থাকে তাঁর। আগের দিন রাতে চুলে তেল লাগিয়ে রাখেন বিদ্যা। পরদিন শ্যাম্পু করেন ও কন্ডিশনার ব্যবহার করেন। বিদ্যার ড্যানড্রফের সমস্যা আছে। সেই জন্য নিয়মিত খুশকির চিকিৎসা করান তিনি।

আরও পড়ুনব্রণর প্রবণতা রুখতে ফেসওয়াশে কোন কোন উপাদান থাকা একান্ত জরুরি, জানুন

Next Article