ব্রণর প্রবণতা রুখতে ফেসওয়াশে কোন কোন উপাদান থাকা একান্ত জরুরি, জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 12, 2021 | 5:43 PM

ত্বকের জন্য সেরা পণ্য ব্যবহার করা সত্ত্বেও মুখের মধ্যে ব্রণ তৈরি হওয়ায় কোনও অস্বাভাবিক ঘটনা নয়।

ব্রণর প্রবণতা রুখতে ফেসওয়াশে কোন কোন উপাদান থাকা একান্ত জরুরি, জানুন

Follow Us

মুখের মধ্যে একটিমাত্র ফুসকুড়ি সারাদিনটাই খারাপ করে দিতে পারে। সারাদিনেন নানান পরিকল্পনা করে দিতে ওই একটি ব্রণ-ই যথেষ্ট। কিশোর বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নানা কারণে মুখের মধ্যে ব্রমের সমস্যায় ভুগতে হয়। হরমোনের পরিবর্তন, দূষণ,ধুলো ও অন্যান্য কারণে মসৃণ ও কোমল ত্বকে বিনা নিমন্ত্রণেই উঁকি দেয়। ত্বকের জন্য সেরা পণ্য ব্যবহার করা সত্ত্বেও মুখের মধ্যে ব্রণ তৈরি হওয়ায় কোনও অস্বাভাবিক ঘটনা নয়।

ত্বকে যাই ব্যবহার করুন না কেন, সে সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুক্বপূর্ণ। স্কিনকেয়ার পণ্যের উপাদানের তালিকা নিয়ে সচেতনতার মাধ্যমে আপনি ব্রণকে বিদায় জানাতে পারবেন খুব সহজেই। ব্রণ-প্রতিরোধকারী উপাদানের কিছু তালিকা এখানে দেওয়া রইল, যা দিয়ে মুখ পরিস্কার করলে আপনি উপকার পেতে পারেন।

স্যালিসিলিক অ্যাসিড

এটি বিটা-হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বকের মৃত কোষকে গভীরভাবে নির্মূল করে ত্বক পরিস্কার করে ফেলে। ত্বক থেকে অতিরিক্ত তেল বের করতেও সাহায্য করে।

গ্লাইকলিক অ্যাসিড

এটি এক্সফোলিয়েশনের জন্য দুর্দান্ত ও জ্বালাভাব দূর করতে সাহায্য করে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার ক্ষমতা রয়েছে এতে।

টি ট্রি অয়েল

এই উপকারী তেল জ্বালাভাব দূর করতে ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ ও ব্রেআউটগুলিকে হ্রাস করতে দ্রুত সাহায্য করে।

সালফার

এটি শুধু ব্রণের ক্ষেত্রেই নয়, ত্বকের কোষের উপরিভাগের স্তরকে অপসারণ করে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করে। এই ছিদ্রগুলির মুখ পরিস্কার করে মুখে লাবণ্য ফিরে আসে।

ল্যাকটিক অ্যাসিড

ব্রণের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি হল সুপার উপাদান। ত্বকের মৃতকোষগুলিকে নির্মূল করে দিতে এর কোনও বিকল্প নেই।

 

আরও পড়ুন: পোস্ট-কোভিডে চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে! নতুন চুল গজাতে ব্যবহার করুন এই ভেষজ তেল

Next Article