Skin Care Tips: ঘন ঘন পার্লারে আর নয়, সারা বছর উজ্জ্বল ত্বকের জন্য এই ৩ ঘরোয়া ফেস মাস্কই যথেষ্ট

Malai Face Mask: আগেকার দিনে রূপটানের জন্য দিদিমা-ঠাকুমারা রোজকার ব্যবহৃত কিছু না কিছু ব্যবহার করতেন। তার মধ্যে দুধের সর বা মালাই অন্যতম। সুন্দর ত্বক পেতে মালাইয়ের মত বিকল্প আর কিছু নেই।

Skin Care Tips: ঘন ঘন পার্লারে আর নয়, সারা বছর উজ্জ্বল ত্বকের জন্য এই ৩ ঘরোয়া ফেস মাস্কই যথেষ্ট
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2022 | 9:39 AM

মসৃণ ও সুন্দর ত্বক (Beauty Tips) পেতে কে না চায়? ত্বকের যত্নের জন্য প্রথমেই যেটা করা দরকার, তা হলে বাজার ভিত্তিক পণ্যগুলিকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। রান্নাঘরে মজুত রাখা নানা উপাদান ব্যবহার করে ত্বকের সঠিক যত্ন (Skin Care) নেওয়া সম্ভব। আগেকার দিনে রূপটানের জন্য দিদিমা-ঠাকুমারা রোজকার ব্যবহৃত কিছু না কিছু ব্যবহার করতেন। তার মধ্যে দুধের সর বা মালাই (Malai) অন্যতম। সুন্দর ত্বক পেতে মালাইয়ের মত বিকল্প আর কিছু নেই। নিস্তেজ ও শুষ্ক ত্বককে (Dry Skin) হাইড্রেট করতে ও উজ্জ্বল রাখতে মালাইয়ের ফেস মাস্কের (Malai Face Mask) চেয়ে ভাল আর কিছু নেই। এই চমত্‍কার উপাদানটি থেকে সর্বাধিক উপকার পেতে এর সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান মিশিয়ে তা দ্বিগুণ উপকারী করে তোলা যায়। দুধের সর একসঙ্গে ত্বককে হাইড্রেট করে ও এক্সফোলিয়েট করে। ত্বক থেকে ময়লা, টক্সিন ও জীবাণু দূর করার সঙ্গে সঙ্গে ক্লান্ত ও শুষ্ক ত্বকে প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে। মালাই ত্বককে ময়েশ্চারাইজড করতে ও ত্বকের ছিদ্রগুলিকে পরিস্কার করতে সাহায্য করে। এছাড়া ফাইন লাইনস বা বলিরেখা দূর করতেও মালাই ফেস মাস্কের জুড়ি নেই।

১. মালাই এবং অ্যাপ্রিকট মাস্ক

অ্যাপ্রিকটে প্রচুর পরিমাণে ভিটামিন ই, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। মালাই ত্বককে উজ্জ্বল করে তোলার জন্য দারুণ। তবে রোদ-গরমে ত্বকের উফর কালো ছোপ বা পোড়া দাগ থাকলে তা নির্মূল করতে এই ফেস মাস্ক দারুণ কার্যকরী।

কীভাবে তৈরি করবেন

অ্যাপ্রিকটের খোসা ছাড়িয়ে অল্প সেদ্ধ করে নিন। এরপর মিহি করে ব্লেন্ড করে নিন। পিউরিতে ১ চা চামচ মালাই যোগ করুন। ভালকরে পেস্ট বানিয়ে এটি আপনার মুখে এবং ঘাড়ে প্রায় ৫ মিনিটের জন্য একটি বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। ১০মিনিট পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে পরিস্কার করে নিন।। এসেরা ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুবার প্রয়োগ করুন।

৪. মালাই এবং চন্দন মাস্ক

এই প্যাকটিতে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছ। শুধু তাই নয়, এটি ব্রণ কমাতে পারে এবং দাগ দূর করতে,ত্বককে নরম করতে সাহায্য করে। সপ্তাহে একবার এটি ব্যবহার করলেই উপকার পাবেন।

কীভাবে বানাবেন

এক চা চামচ মালাইয়ের সঙ্গে আধ চা চামচ চন্দন মিশিয়ে নিন। তাতে এক চিমটি হলুদ এবং জাফরান যোগ করুন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কার্যকরী পেস্ট বানা। সেটি মুখে সমানভাবে প্রয়োগ করুন। ৩০ মিনিটের জন্য অপেক্ষা করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন।

৩. মালাই এবং বাদাম মাস্ক

মালাই এবং বাদাম মাস্ক আপনার ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়া ত্বকে অকাল বার্ধক্যের ছাপ রোধ করতে পারে। ত্বকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট-সহ অনেক পুষ্টি সরবরাহ করে এই ফেস মাস্ক। নিস্তেজ এবং প্রাণহীন ত্বকের রাতারাতি ভোল বদলাতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

কীভাবে বানাবেন

একটি পরিষ্কার গ্রিন্ডারে আমন্ডগুলো গুঁড়ো করে নিন। দুধ থেকে এক চা চামচ মালাই বা তাজা ক্রিম যোগ করুন। এবার এগুলি একসঙ্গে মিশিয়ে একটি ফেস মাস্ক তৈরি করুন। প্রথমে ক্লিনজার দিয়ে পরিষ্কার করার পরে এটি আপনার মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। অল্প শুকিয়ে গেলে কিছু জল স্প্রে করে বৃত্তাকার গতি ব্যবহার করে মাস্কটি ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলতে হালকা গরম জল ব্যবহার করতে পারেন।