গত দু বছর কোভিডের কারণে পুজোর আনন্দ ছিল ম্লান। আর তাই এবার দ্বিগুণ উৎসাহে মানুষ ঝাঁপিয়েছেন পুজোর আনন্দে। পুজোর এবার অনেক আগে থাকতেই ছিল জমজমাট কেনাকাটা। দোকানে-বাজারে উপচে পড়েছে ভিড়। নতুন হেয়ার কাট, ফেশিয়াল আর ঝকঝকে ত্বক পেতে লম্বা লাইন ছিল পার্লারের বাইরে। রাত জেগে ঠাকুর দেখা, মধ্যরাতে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, ভোররাতে ঠাণ্ডা বিরিয়ানি- একটু বেনিয়ম না করলে পুজো আবার জমে নাকি। পুজো মানেই ছবির ছড়াছড়ি। নতুন জামা, নতুন জুতো আর কানের দুলে ছবিটা যাতে ভাল আসে সেদিকেও তো নজর দিতে হবে। সবাই চান পুজোয় যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে। আর তাই এমন উৎসবের দিনে সকলেই মনের মতো করে নিজেকে সাজিয়ে নেন। তবে পর পর টানা কয়েকদিনের বেনিয়ম, চড়া মেকআপ, দূষণ, কম খুব ইত্যাদি নানা কারণে ত্বকেও পড়ে ক্লান্তির ছাপ। আর ত্বক ক্লান্ত হয়ে পড়লে দেখতে মোটেই ভাল লাগে না। তাই বাড়ি ফিরেই যা করবেন-
ডাবল ক্লিনজিং
প্রথমে তুলোয় করে নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে মুখের মেকআপ ভাল করে তুলে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। নতুবা ব্যবহার করতে পারেন ক্লিনজিং মিল্কও। এছাড়াও চালের গুঁড়ো, লেবুর রস, হলুদ আর চিনি মিশিয়ে একটা প্যাক বানিয়ে রেখে দিতে পারেন। কফি পাউডার, চিনি আর লেবুর রসেও কিন্তু বেশ ভাল কাজ হয়। মুখ খুব বেশি জোরে ঘষবেন না। এতে মুখের অতিরিক্ত তেল ধুয়ে যায়। সেই সঙ্গে আর্দ্রতাও বজায় থাকে।
টোনিং
ডাবল ক্লিনজিং পদ্ধতিতে মুখ ধোওয়ার পর মুখের ছোট ছোট ছিদ্রগুলি খুলে যায়। এর পর মুখের পিএইচ ভারসাম্য বজায় রাখতেই প্রয়োজন টোনিংয়ের।মুখে গোলাপ জল লাগাতে পারেন। এছাড়াও লেবুর রস আর অ্যালোভেরা জেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। শসার রস ও আলুর রস আগে থেকে মিশিয়ে ফ্রিজে রাখুন। এবার তাও ব্যবহার করতে পারেন টোনার হিসেবে। ভিটামিন ই ক্যাপসুল কিনতে পাওয়া যায় বাজারে। তাও কিন্তু ব্যবহার করতে পারেন টোনার হিসেবে।
সিরাম
এখন সারাবছরই সিরাম ব্যবহার করা যায়। সিরাম ব্যবহার করলে ত্বক ভাল থাকে। হায়ালুরোনিক অ্যাসিড বা গ্রিন টি- সমৃদ্ধ সিরাম মুখের জন্য সবচেয়ে ভাল। ভিটামিন সি যুক্ত সিরাম ব্যবহার করলে মুখ একটু বেশি খসখসে হয়ে যায়। আর তাই আগে থাকতেই সতর্ক থাকতে হবে। ভিটামিন সি- যুক্ত সিরামের সঙ্গে সানস্ক্রিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।
ময়েশ্চারাইজার
শুধু শীতকাল নয়, সারা বঠরই ব্যবহার করা যায় ময়েশ্চারাইজার। আর সেইমতো ময়েশ্চারাইজার বাজারেও পাওয়া যায়। ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিন। এবার তা লাগান মুখে। এতে ত্বকও থাকবে ভাল।