Rose Water for Shiny Hair: গোলাপ জলের কয়েক ফোঁটায় চকচকে ও মসৃণ চুল পান মাত্র ২ সপ্তাহেই

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 03, 2021 | 9:09 AM

প্রাকৃতিক উপায়ে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে মাত্র কয়েক ফোঁটা গোলাপ জল ব্যবহার করলেই মিলবে সুফল।

Rose Water for Shiny Hair: গোলাপ জলের কয়েক ফোঁটায় চকচকে ও মসৃণ চুল পান মাত্র ২ সপ্তাহেই
ছবিটি প্রতীকী

Follow Us

সাধারণত সৌন্দর্য বৃদ্ধিতে গোলাপ জলের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। তবে জানেন কী, গোলাপ জল চুলের জন্য সমান ব্যবহার করা সম্ভব। চুলের পুষ্টি যোগাতে ও ত্বককে সতেজ রাখতে গোলাপ জলের বিকল্প কিছু হয় না। চকচকে, মসৃণ ও ঘন চুল মহিলাদের সৌন্দর্যের অন্যতম প্রতীক। প্রাকৃতিক উপায়ে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে মাত্র কয়েক ফোঁটা গোলাপ জল ব্যবহার করলেই মিলবে সুফল। গোলাপ জল ত্বক পরিচর্চার জন্য একটি অতিপরিচিত উপাদান।

চুলের ক্ষতি মেরামত করতে সাহায্য করে

শুষ্ক চুল নিয়ে সমস্যায় জেরবার? মসৃণ চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে ও মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে গোলাপ জলের মাসাজ বেশ কার্যকরী। মাথার ত্বকের লোপকূপকে পুনরুজ্জীবিত করতে গোলাপ জলের কয়েক ফোঁটাই যথেষ্ট। পছন্দের শ্যাম্পু করার পর গোলাপ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চকচকে ও নরম হয়ে চুলের টেক্সচারই বদলে গিয়েছে।

খুশকি রোধ করতে সাহায্য করে

বাজারচলতি অ্য়ান্টি-ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করে ক্লান্ত হয়ে গিয়েছেন? এবার খুশকি থেকে মুক্তি পেতে প্রাকৃতিক উপায় প্রতিকার মিলবে দ্রুত। একটি বাটিতে গোলাপ জলের মধ্যে মেথি বীজ ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর দুটি মিশিয়ে একটি পেস্ট বানান। খুশকি দূর করতে স্ক্যাল্পে ওই পেস্ট লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে হালকা গরম জলে দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত স্ক্যাল্প নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন

তৈলাক্ত স্ক্যাল্প নিয়ে ঝামেলার অন্ত নেই। অতিরিক্ত সেবেসিয়াস গ্রন্থি থেকে হরমোন নির্গত হলে আপনার মাথার ত্বকে অতিরিক্ত পরিমাণে তেল উত্‍পন্ন হতে পারে। মাথার স্ক্যাল্পে ও চিটচিটে চুলের সমস্যার সমাধানের জন্য গোলাপ জল ব্যবহার বেশ উপকারী। চুলের সঠিক পুষ্টির জন্য মাথার ত্বকে ও চুলে গোলাপ জল ব্যবহার করলে তেলের পরিমাণ হ্রাস পায়।

শুষ্কতা দূর করতে সাহায্য করে

আপনার শুষ্ক চুলকে ময়েশ্চারাইজড করতে গোলাপ জলের পুষ্টিগুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরের তাপ ও দূষণের থেকে রক্ষা করতেও গোলাপ জলের ব্যবহার করতে পারেন। প্রাকৃতিকভাবে শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুল থেকে মুক্তি পেতে সপ্তাহে দুবার করে গোলাপ জল ব্যবহার করুন। গোলাপ জলের কয়েক ফোঁটা ব্যবহারের ফলে চুলে সিল্কি ভাব দেখা যায়। এছাড়া চুলের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে গোলাপ জলের কয়েক ফোঁটাই ম্যাজিকের মতো কাজ করে।

আরও পড়ুন: Coconut Oil for Skin: হাইড্রেট রাখতে এই প্রাকৃতিক তেলে রয়েছে হাজারো পুষ্টিগুণ!

Next Article