Oil Skin Tips: চন্দনের জাদুতেই হবে তৈলাক্ত ত্বকের সব সমস্যার সমাধান

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Aug 05, 2022 | 2:18 PM

Skim Care Tips: তৈলাাক্ত ত্বকের জন্য অতিরিক্ত যত্ন নিতে হয়। আর তাই এক্ষেত্রে সব সময় সাবান ব্যবহার না করে প্রাকৃতিক উপাদানেই ভরসা রাখুন...

1 / 5
যাঁদের ত্বক শুষ্ক তাঁদের ক্ষেত্রে যেমন একরকম সমস্যা থাকে তেমনই শুষ্ক ত্বকের ক্ষেত্রে সমস্যা অন্যরকম। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ত্বকের বেশি যত্নের প্রয়োজন হয়। কারণ ত্বক তৈলাকেত হলেই তখন ব্রণর সমস্যা বেশি হয়। আর তৈলাক্ত ত্বকে মেকআপ বসতেও অনেক বেশি সময় লাগে। সেই সঙ্গে মুখ বেশি চিটচিট করে।

যাঁদের ত্বক শুষ্ক তাঁদের ক্ষেত্রে যেমন একরকম সমস্যা থাকে তেমনই শুষ্ক ত্বকের ক্ষেত্রে সমস্যা অন্যরকম। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ত্বকের বেশি যত্নের প্রয়োজন হয়। কারণ ত্বক তৈলাকেত হলেই তখন ব্রণর সমস্যা বেশি হয়। আর তৈলাক্ত ত্বকে মেকআপ বসতেও অনেক বেশি সময় লাগে। সেই সঙ্গে মুখ বেশি চিটচিট করে।

2 / 5
এছাড়াও তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা কম হয়। তৈলাক্ত ত্বকের পরিচর্ষার জন্য বাজারে  অনেক রকম ক্রিম পাওয়া যায়। তবে এই সবক্রিমের মধ্যে রাসায়নিকের পরিমাণ থাকে অনেক বেশি। যে কারণে ত্বকের কোমল ভাব নষ্ট হয়ে যায়।

এছাড়াও তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা কম হয়। তৈলাক্ত ত্বকের পরিচর্ষার জন্য বাজারে অনেক রকম ক্রিম পাওয়া যায়। তবে এই সবক্রিমের মধ্যে রাসায়নিকের পরিমাণ থাকে অনেক বেশি। যে কারণে ত্বকের কোমল ভাব নষ্ট হয়ে যায়।

3 / 5
সেই সঙ্গে এই ক্রিম একটানা ব্যবহার করলে ত্বকের একাধিক ক্ষতি হয়। ত্বকের মুখগুলো বন্ধ হয়ে যায়। হাওয়া-বাতাস চলাচল করতে পারে না। পরিবর্তে ঘরোয়া টোটকা ব্যবহার করাই ভাল। এতে ত্বকের ক্ষতি হয় না।

সেই সঙ্গে এই ক্রিম একটানা ব্যবহার করলে ত্বকের একাধিক ক্ষতি হয়। ত্বকের মুখগুলো বন্ধ হয়ে যায়। হাওয়া-বাতাস চলাচল করতে পারে না। পরিবর্তে ঘরোয়া টোটকা ব্যবহার করাই ভাল। এতে ত্বকের ক্ষতি হয় না।

4 / 5
তৈলাক্ত ত্বকের পরিচর্যার জন্য বহু বছর ধরেই ব্যবহার করা হচ্ছে চন্দন। আয়ুর্বেদেও এর ভূমিকা রয়েছে। এখন চন্দন ব্যবহার করে অনেক ক্রিমও তৈরি হয়। চন্দন বাটা লাগালে মুখও ঠাণ্ডা থাকে। চন্দন পাউডারের সঙ্গে দুধ, গোলাপ জল, মধু, হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার সেই প্যাক মুখে লাগিয়ে রাখুন নিয়ম করে। নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।

তৈলাক্ত ত্বকের পরিচর্যার জন্য বহু বছর ধরেই ব্যবহার করা হচ্ছে চন্দন। আয়ুর্বেদেও এর ভূমিকা রয়েছে। এখন চন্দন ব্যবহার করে অনেক ক্রিমও তৈরি হয়। চন্দন বাটা লাগালে মুখও ঠাণ্ডা থাকে। চন্দন পাউডারের সঙ্গে দুধ, গোলাপ জল, মধু, হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার সেই প্যাক মুখে লাগিয়ে রাখুন নিয়ম করে। নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।

5 / 5
মিশ্রণটি অন্তত ২০ মিনিট রাখবেন। এরপর তা শুকিয়ে এলে ইষদুষ্ণ জলে ভাল করে ধুয়ে ফেলুন। এতে মুখের দাগ ছোপ দূর হবে। সেই সঙ্গে ত্বকও থাকবে ভাল।

মিশ্রণটি অন্তত ২০ মিনিট রাখবেন। এরপর তা শুকিয়ে এলে ইষদুষ্ণ জলে ভাল করে ধুয়ে ফেলুন। এতে মুখের দাগ ছোপ দূর হবে। সেই সঙ্গে ত্বকও থাকবে ভাল।

Next Photo Gallery
Acne in humid weather: আর্দ্র আবহাওয়ায় ত্বকের দফারফা অবস্থা! বিরক্তিকর ব্রণ থেকে মুক্তি পেতে কী কী করণীয়, জানুন
Hair Care Tips: চুলের ভাল করতে গিয়ে উল্টে ক্ষতি করছেন না তো! যত্নে রাখতে মেনে চুলুন এই ৬টি নিয়ম