Miracle drink: শুধু লাগালেই হবে না, রোজ এই গ্লাসের এক চুমুকেই ত্বক ফর্সা হবে

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jan 05, 2024 | 8:45 AM

Anti aging Miracle drink: অনেকেই রোজ নিয়ম করে মুখে সাবান লাগান, স্ক্রাব করেন ক্রিম মেখে যত্ন নেন। নিয়ম করে মাসে একটা ফেসিয়ালও করেন। এত সবের পরও ত্বকের রং ফেরে না। এর জন্য দায়ী কিন্তু আমাদের রোজকারের অভ্যাস

1 / 8
ত্বকের যত্ন নিতে নিয়মিত ভাবে মুখ পরিষ্কার করলেই হবে না বা ফেসিয়ালও নয়। মন থেকে নিজের যত্ন নিতে হবে, তবেই ত্বক সুন্দর হবে। উপর থেকে লাগালেই ত্বক সুন্দর হবে এমনটা একেবারেই নয়

ত্বকের যত্ন নিতে নিয়মিত ভাবে মুখ পরিষ্কার করলেই হবে না বা ফেসিয়ালও নয়। মন থেকে নিজের যত্ন নিতে হবে, তবেই ত্বক সুন্দর হবে। উপর থেকে লাগালেই ত্বক সুন্দর হবে এমনটা একেবারেই নয়

2 / 8
ত্বক ভাল রাখতে হবে ভাল খাবার খেতে হবে। তেল বেশি খেলে চলবে না। ফল, শাকসবজি এসব বেশি খেতে হবে। তেল চপচপে তরকারি খাবেন এমনটাও নয়। চিকেনের স্ট্যু খান, অল্প তেলে তরকারি বানিয়ে খান তবেই বেশি ভাল লাগবে

ত্বক ভাল রাখতে হবে ভাল খাবার খেতে হবে। তেল বেশি খেলে চলবে না। ফল, শাকসবজি এসব বেশি খেতে হবে। তেল চপচপে তরকারি খাবেন এমনটাও নয়। চিকেনের স্ট্যু খান, অল্প তেলে তরকারি বানিয়ে খান তবেই বেশি ভাল লাগবে

3 / 8
অনেকেই রোজ নিয়ম করে মুখে সাবান লাগান, স্ক্রাব করেন ক্রিম মেখে যত্ন নেন। নিয়ম করে মাসে একটা ফেসিয়ালও করেন। এত সবের পরও ত্বকের রং ফেরে না। এর জন্য দায়ী কিন্তু আমাদের রোজকারের অভ্যাস

অনেকেই রোজ নিয়ম করে মুখে সাবান লাগান, স্ক্রাব করেন ক্রিম মেখে যত্ন নেন। নিয়ম করে মাসে একটা ফেসিয়ালও করেন। এত সবের পরও ত্বকের রং ফেরে না। এর জন্য দায়ী কিন্তু আমাদের রোজকারের অভ্যাস

4 / 8
রান্নাঘর থেকে ডাল, বেসন, টকদই এসব বের করে নিয়ে মুখে মাখলেই চলবে না। পেটে খেতে হবে। ভিতর থেকে ত্বক যাতে সুন্দর হয় সেইদিকে নজর রাখতে হবে। এতে ডিটক্সিফিকেশন ভাল হবে, মুখে কোনও রকম ব্রণর সমস্যা হবে না

রান্নাঘর থেকে ডাল, বেসন, টকদই এসব বের করে নিয়ে মুখে মাখলেই চলবে না। পেটে খেতে হবে। ভিতর থেকে ত্বক যাতে সুন্দর হয় সেইদিকে নজর রাখতে হবে। এতে ডিটক্সিফিকেশন ভাল হবে, মুখে কোনও রকম ব্রণর সমস্যা হবে না

5 / 8
ত্বকের সমস্যার জন্য দায়ী হরমোনও। এই হরমোন ঠিক রাখতে গেলেও আমাদের কিছু খাবার নিয়ম করে খেতে হবে। দেড় কাপ জলে বানিয়ে নিন এই পানীয়। এর মধ্যে দারচিনির গুঁড়ো, এক চামচ মৌরি আর হাফ চামচ মেথি দিয়ে ফুটিয়ে নিতে হবে

ত্বকের সমস্যার জন্য দায়ী হরমোনও। এই হরমোন ঠিক রাখতে গেলেও আমাদের কিছু খাবার নিয়ম করে খেতে হবে। দেড় কাপ জলে বানিয়ে নিন এই পানীয়। এর মধ্যে দারচিনির গুঁড়ো, এক চামচ মৌরি আর হাফ চামচ মেথি দিয়ে ফুটিয়ে নিতে হবে

6 / 8
এবার তা ভাল করে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খান এক গ্লাস। এতে শরীরের সব হরমোন ঠিক মত কাজ করবে। পেট পরিষ্কার থাকবে যে কারণে ত্বক ঝকঝকে হবে

এবার তা ভাল করে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খান এক গ্লাস। এতে শরীরের সব হরমোন ঠিক মত কাজ করবে। পেট পরিষ্কার থাকবে যে কারণে ত্বক ঝকঝকে হবে

7 / 8
ত্বকের গঠনে সাহায্য করে কোলাজেন। দারচিনি, মৌরির মধ্যে থাকে সেই বিশেষ গুন যা কোলাজেন গঠনে সাহায্য করে। ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায় না সেই সঙ্গে চামড়াও থাকবে টানটান। সব বয়সের সব মানুষ এই পানীয় খেতে পারেন

ত্বকের গঠনে সাহায্য করে কোলাজেন। দারচিনি, মৌরির মধ্যে থাকে সেই বিশেষ গুন যা কোলাজেন গঠনে সাহায্য করে। ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায় না সেই সঙ্গে চামড়াও থাকবে টানটান। সব বয়সের সব মানুষ এই পানীয় খেতে পারেন

8 / 8
বয়স বাড়লে ত্বক কুঁচকে যায়। কালো হয়ে যায়। কারণ তখন অক্সিডেশন বেশি হয়। যে কারণে এই পানীয় খুবই ভাল সাহায্য করে।

বয়স বাড়লে ত্বক কুঁচকে যায়। কালো হয়ে যায়। কারণ তখন অক্সিডেশন বেশি হয়। যে কারণে এই পানীয় খুবই ভাল সাহায্য করে।

Next Photo Gallery