গ্রীষ্মের দিনগুলিতে বিশেষ করে মেয়েদের বড় সমস্যা হল ধুলো, ময়লা, দূষণ, ঘাম, রোদের কারণে ত্বক ও চুলের ক্ষতি হওয়া। তবে এই গরমের সময় চুলের জন্য বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
গরমকালে চুলের বিশেষ যত্ন নেওয়ার জন্য দরকার সেরা কিছু হেয়ার মাস্ক। যা গরমের সব রকম সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। গ্রীষ্মের জন্য চুলকে সুস্থ ও ঝলমলে রাখতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ হেয়ার মাস্ক। সেগুলি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে বাড়িতেই তৈরি করবেন, সব কিছুই এখানে দেওয়া রইল…
জবা ফুলের হেয়ার মাস্ক
গ্রীষ্মকালে চুলের ফলিকলগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। তার ফলে, অতিরিক্ত চুল পড়া ও আরও অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়। এমন সমস্যা থাকলে আপনার জন্য সেরা মাস্ক হল এই হিবিস্কাস মাস্ক। যা কয়েক মিনিটের মধ্যেই সমাধান হয়ে যাবে। জবা ফুল চুলের দুর্বল শিকড়গুলিকে মজবুত করার চেষ্টা করে।
কীভাবে করবেন– একটি পাত্রের মধ্যে কয়েকটি জবা পাতা ভিজিয়ে রাখুন। কয়েক ঘণ্টা পর দই বা নারতেস তেল দিয়ে ব্লেন্ড করে নিন। এই মাস্কটি চুলে লাগিয়ে আধ ঘণ্টার জন্য প্রয়োগ করুন। পরে জল দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। এর ফলে চুলে ঝলমলে ভাব ফিরে আসবে ও চুলের গোড়া মজবুত হবে।
ডিমের হেয়ার মাস্ক
গ্রীষ্মকালে একটা সুবিধা হল, অনেকটা পরিমাণ জল নিয়ে আপনি চুলের জন্য খরচ করতে পারবেন। তাই গরম লাগলেই দুবার করে স্নান করার অভ্যেস তৈরি হয়ে যায়। বারবার শাওয়ার নেওয়া, অনেকটা সময় ধরে সাঁতার কাটার প্রবণতা কোনও অস্বাভাবিক কিছু নেই। তাতে পুলের জলে ক্লোরিন, সূর্যের তাপ, ঘাম, লবণ- এই সব চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর জন্য ডিমের মাস্ক ব্যবহার করলে চুলের পুষ্টি জোগানো ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।
কীভাবে করবেন? এক বা দুটি ডিম ফেটিয়ে নিন। আপনার চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এবার পুরো চুলের মধ্যে এই ডিমটি লাগিয়ে নিন। ভাল ফল পেতে শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। ২০ মিনিটের জন্য রেখে মাস্ক ধুয়ে ফেলুন। ডিমের গন্ধ না যাওয়া পর্যন্ত চুল ধুতে থাকুন।
কলা এবং মধু হেয়ার মাস্ক
গরমের তাপের কারণে মাথার ত্বকে চুলকানির সমস্যা দেখা যায়। লোকসমাজে চুলের চুলকানির সমস্যা তা আরও অস্বস্তিকর হয়ে ওঠে। তবে চিন্তার কারণ নেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে মধু ও কলার মচো অ্যান্টিবায়োটিক জিনিস দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত।
কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাসিয়াম, ক্যালসিয়াম। যা চুলের গোড়াকে শক্তিশালী করতে ও মাথার ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। শুষ্ক তা ও চুলকানি থেকে মুক্তি পেতে একটি ব্লেন্ডারের মধ্যে কলা ও ২-৩ টেবিলস্পুন মধু ব্লেন্ড করুন। পেস্টটি তৈরি হয়ে গেলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। কমপক্ষে ১৫-২০ মিনিটের জন্য অপেক্ষা করুন। ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলতে হবে। প্রাকৃতিক হেয়ার মাস্ক মাথার ত্বক ও চুলের সব সমস্যার জন্য অসাধারণ কাজ করে।
আরও পড়ুন: Ice Water Facial: কোরিয়ান স্টাইলে ত্বকের স্পা করুন বাড়িতেই! দিনে ২ বার করলেই হবে কেল্লাফতে