Summer Fruit Pack: গরমে ঝলমলে-স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে চান? ব্যবহার করুন এই ফ্রুট প্যাক…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Apr 21, 2022 | 12:15 AM

Summer Skin Care: ত্বক পুড়ে যাওয়া থেকে শুরু করে ত্বকে ট্যান পড়া- গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। আর তাই শরীরের পাশাপাশি গরমে ত্বককেও দিন 'কুলিং এফেক্টঁ'

Summer Fruit Pack: গরমে ঝলমলে-স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে চান? ব্যবহার করুন এই ফ্রুট প্যাক...
গরমে যে কারণে ফ্রুট ফেসিয়াল করাবেন

Follow Us

বসন্তের মৃদু-মন্দ বাতাসের পর হঠাৎ তপ্ত হাওয়ার ঝলকানিতে কিন্তু ত্বকের একাধিক ক্ষতি হয়। ত্বক পুড়ে যাওয়া থেকে অ্যালার্জির সমস্যা- কিছু না কিছু লেগেই থাকে। এই সময় কিন্তু মুখেও ভীষণ ভাবে ট্যান পড়ে যায়। সেই সঙ্গে নোংরা-ময়লা এসব জমতে থাকে। যে কারণে ত্বক তৈলাক্ত হয়ে যায়। গরমে রোদে বেরনো মানেই সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সেই সঙ্গে ত্বকের উপর ধুলো-ময়লার একটা আস্তরণও জমতে থাকে। ত্বকের উপর ক্রমাগত রাসায়নিক ক্রিমের ব্যবহার, ধুলো-বালির প্রলেপের ফলে কিন্তু বায়ু চলাচল বন্ধ হয়ে যায়। ত্বক-মুখ বন্ধ হয়ে গিয়ে তা রুক্ষ্ম ও শুষ্ক হয়ে পড়ে। যদি দিনের পর দিন এভাবে অযত্নে পড়ে থাকে তাহলে কিন্তু এজিং আসে তাড়াতাড়ি। সেই সঙ্গে আসতে পারে ব্রণর সমস্যাও। আর তাই ব্যবহার করতেপারেন বিশেষ এই কয়েকটি ফেসপ্যাক। ফলের নির্যাস দিয়ে তৈরি এই ফেসপ্যাকে কোনও রকম রাসায়নিক মেশানো হয় না। যে কারণে ত্বকের কোনও ক্ষতি হয় না আর ত্বক থাকে উজ্জ্বল।

পেঁপের ফেস প্যাক- গরম কালে মুখে কুলিং এফেক্ট পেতে খুবই ভাল কিন্তু পেঁপের ফেসপ্যাক। এতে ত্বক যেমন হাইড্রেট থাকে সেই সঙ্গে কিন্তু মসৃণও থাকে। পেঁপে, এক চামচ মধু আর দু চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। মুখ পরিষ্কার করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে।

তরমুজের প্যাক- তরমুজের টুকরো পিষে নিয়ে জুস বানিয়ে নিন। এবার তা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। ২ ঘন্টা পর ওই প্যাক বের করে নিয়ে ওর মধ্যে তুলোর বল ভিজিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে নিয়ে দুধ আর তরমুজ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তাও মুখে ২০ মিনিট রেখে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। ঠান্ডা জল ব্যবহার করতে পারলে ভাল।

আনারসের প্যাক- আনারসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট ব্রোমালেন। যা ত্বককে উজ্জ্বল করে। আনারসের পাল্পের সঙ্গে মধু আর লেবুর রস মিশিয়ে নিন। এবার এই পেস্ট ভাল করে মুখে লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক যেমন পরিষ্কার হবে তেমনই ফ্রেশ দেখাবে।

আমের প্যাক- দাগছোপহীন উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমের জুড়ি মেলা ভার। আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এই আমের পাল্পের সঙ্গে টকদই, মুলতানি মাটি ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। কিছুক্ষণ রেখে ঠান্ডা জ্বলে ধুয়ে নিন। সপ্তাহে দুদিন এই প্যাক লাগালে নিজেই  তফাত দেখতে পাবেন।

আরও পড়ুন: Lemon: মসৃণ, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক বা চুলে লেবু তো ব্যবহার করেন, কিন্তু এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি জানেন তো…

Next Article