Lemon: মসৃণ, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক বা চুলে লেবু তো ব্যবহার করেন, কিন্তু এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি জানেন তো…
Lemon Side Effects on Skin: দাগ-ছোপ তুলতে অতিরিক্ত লেবু ব্যবহার করতে গিয়ে ত্বকের প্রাকৃতিক মেলানিন নষ্ট হয়ে যায়। ফলে ত্বক বিবর্ণ হয়ে যায়
রূপচর্চায় প্রাকৃতিক উপাদান হিসেবে সবচেয়ে আগে আসে লেবুর নাম। সেই প্রাচীন কাল থেকেই মেয়েরা এই লেবু ব্যবহার করে আসচেন তাঁদের রোজকার রূপচর্চায়। লেবুর রসের সঙ্গে দুধ মিশিয়ে তৈরি করা হত ক্লিনজিং মিল্ক। এছাড়াও গরমের দিনে স্নানের জলে লেবুর স্লাইস মিশিয়ে নিতেন অনেকে। ট্যান তুলতেও জুড়ি মেলা ভার এই লেবুর। লেবু, চিনি আর মধু একসঙ্গে ব্যবহার করতে পারলে অনেক ত্বকের সমস্যারও সমাধান হয়ে যায়। প্রচুর ফেসপ্যাকের মুখ্য উপকরণ হল এই লেবু। ত্বকের PH ভারসাম্য বজায় রাখতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লেবুর। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য ভাল। ত্বকের মুখ খুলে দেয়। যে কারণে হাওয়া-বাতাস চলাচলে কিন্তু কোনও রকম সমস্যা থাকে না। তবে সব ধরণের ত্বকের জন্য মোটেও কিন্তু ভাল নয় লেবু।
যাঁদের ত্বক স্পর্শকাতর কিংবা যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির হয় তাঁদের ক্ষেত্রে লেবু ব্যবহার করলে আরও বেশি সমস্যা হয়ে যায়। স্পর্ষকাতর ত্বকের ক্ষেত্রে ত্বক লাল হয়ে য়ায়, সেই সঙ্গে জ্বালা ভাব থাকে। আর যাদের ত্বক শুষ্ক প্রকৃতির তাঁরা যদি নিয়মিত ভাবে লেবু ব্যবহার করেন তাহলে ত্বক আরও বেশি রুক্ষ্ম হয়ে যায়। প্রাকৃতিক আর্দ্রতা, ঔজ্বল্য হারিয়ে যায়। যাঁরা প্রাকৃতিক ভাবে ব্লিড করার জন্য লেবুর ব্যবহার করে থাকেন পরবর্তীতে তাঁদের একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়। যে কারণে যাঁদের ত্বক স্পর্শকাতর তাদেরকে লেবু ব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। এমনকী লেবু রয়েছে এরকম ফেসওয়াশও ব্যবহার করতে মানা করা হয়।
নিয়মিত ভাবে লেবু ব্যবহার করলে ফটোফাইটোডার্মাইটিসের সমস্যা হতে পারে। সাইট্রাস ফ্রুট বেশি ব্যবহার করলেই এই সমস্যা হয়। এতে চামকা বেশি সাদা হয়ে যায়। সেই সঙ্গে খানিক পাতলাও হয়ে যায়। তখন সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের একাধিক ক্ষতি করে। ত্বক রুক্ষ্ম ও শুষ্ক হয়ে যায়। সেই সঙ্গে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালাভাব অনেকটাই কিন্তু বাড়ে।
আবার অনেকের ক্ষেত্রে লিউকোডার্মার সমস্যাও কিন্তু হয়। দাগ-ছোপ তুলতে অতিরিক্ত লেবু ব্যবহার করতে গিয়ে ত্বকের প্রাকৃতিক মেলানিন নষ্ট হয়ে যায়। ফলে ত্বক বিবর্ণ হয়ে যায়। ত্বকের প্রাকৃতিক রং, ঔজ্জ্বল্য হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক সমস্যাও দেখা যায়।
নিয়মিত লেবু ব্যবহার করলে বাড়ে সানবার্নের সমস্যাও। ত্বক অধিক পাতলা হয়ে যায় বলেই কিন্তু এই সংক্রান্ত সমস্যা অনেক বেশি আসে। আর তাই লেবু ব্যবহার করলেও একটু মেপে করা উচিত। কোনো কিছুরই অতিরিক্ত ভাল নয়। নিতান্ত ব্যবহার করতে চাইলে লেবুর রস, ডিমের সাদা অংশ আর ব্রাউন সুগার একসঙ্গে মিশিয়ে নিয়ে পেস্ট বানান। এতে ত্বকেরও অনেক উপকার হয়।
আরও পড়ুন: Korean Beauty: কোরিয়ান নারীদের চকচকে ত্বকের প্রেমে পড়েছেন? জানুন ‘ডলফিন ত্বক’-এর গোপন রহস্য