AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Homemade Face Packs Before Makeup: মেকআপ ভাল ভাবে সেট করতে এই ৩টি ঘরোয়া ফেস প্যাকের একটা মেখে নিন…

Makeup Guide: ত্বকের যত্নের (Skin Care) ক্ষেত্রে বাজারের প্রোডাক্টের চেয়ে প্রাকৃতিক উপাদানই (Natural Skin Care) বেশি উপযোগী। কেমিক্যাল না থাকায় এরা ত্বকের অপকার করে না কখনওই।

Homemade Face Packs Before Makeup: মেকআপ ভাল ভাবে সেট করতে এই ৩টি ঘরোয়া ফেস প্যাকের একটা মেখে নিন...
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 7:59 AM
Share

বাজারের দামী দামী সব বিউটি প্রোডাক্টের (Beauty Products) চেয়ে প্রাকৃতিক উপাদানগুলোই (Natural Elements) ত্বকের জন্য বেশি ভাল। কেমিক্যাল না থাকায় এরা ত্বকের কোনো উপকার করতে না পারলেও অপকার করে না কখনওই। এই ফেস প্যাকগুলো (Face Packs) মুখের খসখসে ভাব আর চামড়া ওঠা দূর তো করেই, সেই সঙ্গে মেকআপটাও ত্বকে খুব সুন্দরভাবে সেট হবে। তাহলে চলুন আজ জেনে নিন কয়েকটি ঘরোয়া ফেস প্যাকের কথা যা আপনার ত্বকে মেকআপ সেট করতে সাহায্য করবে।

১. ফলের ফেস প্যাক:

যা যা লাগবে:

একটি পাকা কলা অথবা পাকা পেঁপে

  • কমলার খোসা
  • গ্লিসারিন
  • মধু
  • টক দই
  • লেবুর রস

ফেসপ্যাক তৈরির পদ্ধতি:

কমলার খোসা বেটে নিন অথবা কড়া রোদে শুকিয়ে গুড়ো করে নিন। পাকা কলা অথবা পাকা পেঁপে চটকে মিহি করে নিন। দুটো ফল একসঙ্গেও নিতে পারেন বা যে কোনও একটি ফলও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে কমলার খোসা, কয়েক ফোঁটা গ্লিসারিন, সামান্য মধু, টক দই ও অর্ধেকটা লেবুর রস ভাল ভাবে মিশিয়ে নিন। এবার গলা ও মুখে এই মিশ্রণটি লাগিয়ে নিন। আধ ঘণ্টা অপেক্ষা করে সামান্য উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

Homemade Face Packs

প্রতীকী ছবি

২. সবজির ফেস প্যাক:

যা যা লাগবে:

  • দুটি টমেটো
  • শসা
  • মধু
  • অলিভ অয়েল
  • বেসন
  • লেবুর রস

ফেস প্যাক তৈরির পদ্ধতি:

টমেটো ও শসা ব্লেন্ড করে ছেঁকে রস আলাদা করে নিন। এই রসের সঙ্গে বেসন মিশিয়ে পেস্টের মত মিশ্রণ তৈরি করুন। এতে মধু, কয়েক ফোঁটা অলিভ অয়েল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিন। উষ্ণ জল দিয়ে মুখ পরিষ্কার করে এই প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর নরম সুতি কাপড় হালকা গরম জলে ভিজিয়ে মুখ মুছে পরিষ্কার করে ফেলুন।

৩. ডিম ও দুধের ফেস প্যাক:

যা যা লাগবে:

  • ডিমের সাদা অংশ
  • কাঁচা দুধ
  • কাঁচা হলুদ বাটা
  • মুলতানি মাটি

ফেসপ্যাক তৈরির পদ্ধতি:

ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। এর সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন। এরপর কাঁচা হলুদ বাটা ও মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে এই ফেসপ্যাকটা খুব সাহায্য করবে। পেস্ট তৈরি হয়ে গেলে দশ মিনিট রেখে দিন। এরপর মুখমন্ডল ও গলায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তথসূত্র: দাশবাস

আরও পড়ুন: Straight Hair at Home: আর মেশিন নয়! এবার রান্নাঘরের সামগ্রী দিয়েই আপনি আপনার চুল সোজা করতে পারবেন…

আরও পড়ুন: Makeup Products: প্রিয়বন্ধুর কাছে রয়েছে আপনার প্রিয় মেকআপ কিট! এমন ভয়ংকর কাণ্ড ঘটালে সাবধান হোন এখনই