AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Straight Hair at Home: আর মেশিন নয়! এবার রান্নাঘরের সামগ্রী দিয়েই আপনি আপনার চুল সোজা করতে পারবেন…

Hair Straightening: হেয়ার স্ট্রেইটনার (Hair Straightener) আমাদের চুলকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে। কারণ, কেমিক্যালযুক্ত (Chemicals) সেলুন ট্রিটমেন্টের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে (Hair Fall), এমনকি ভাঙতেও পারে।

Straight Hair at Home: আর মেশিন নয়! এবার রান্নাঘরের সামগ্রী দিয়েই আপনি আপনার চুল সোজা করতে পারবেন...
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 7:57 AM
Share

চুলকে স্টাইলিশ লুক দিতে চুলকে গরম করার সরঞ্জামের ব্যবহার আজকাল একটি সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এসব যন্ত্রের সাহায্যে চুলকে স্টাইলিশ করার পাশাপাশি উজ্জ্বলও করে তোলা যায়। তবে এগুলো একটানা ব্যবহার করলে একটা সময়ের পর চুল নষ্ট হয়ে যায়। এই ক্ষতিগ্রস্থ চুল মেরামত করা খুব কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ মহিলাই সোজা চুল (Straight Hair) রাখতে পছন্দ করেন। এর জন্য, অনেক মহিলা স্ট্রেটেনিং টুলস, কেরাটিন এবং স্মুথিং- এর মতো রাসায়নিক প্যাকযুক্ত চিকিত্সারও চেষ্টা করে। তবে এগুলো দীর্ঘমেয়াদে আমাদের চুলের ক্ষতি (Hair Problems) করতে পারে।

ঘরোয়া প্রতিকারগুলির বিশেষত্ব হল যেগুলির কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এগুলো ব্যবহার করাও খুব সহজ। আমরা আপনাকে এমন কিছু ঘরোয়া উপায় বলতে চলেছি যা আপনাকে বাড়িতে বসেই সোজা চুল রাখতে সাহায্য করবে…

অ্যাভোকাডো:

প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সমৃদ্ধ অ্যাভোকাডো চুলের যত্নে সেরা বলে বিবেচিত হয়। এই সম্পর্কিত ঘরোয়া প্রতিকার অবলম্বন করে, ক্ষতিগ্রস্থ চুলগুলিকে মেরামত করে আবার চকচকে করা যেতে পারে। এ জন্য একটি পাত্রে অ্যাভোকাডো ম্যাশ করে তাতে একটি ডিম মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি এক ধরনের হেয়ার মাস্ক, যা চুলে আধা ঘণ্টা রাখতে হবে। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে নিন।

Hair Straightening at Home

প্রতীকী ছবি

অ্যাপেল সিডার ভিনিগার:

এতে উপস্থিত ভিটামিন ও মিনারেল চুলের চিকিৎসায় কার্যকর। এর হেয়ার মাস্ক তৈরি করতে একটি পাত্রে দুই চামচ ভিনেগার নিয়ে তাতে এক চামচ অলিভ অয়েল মেশান। এছাড়াও এতে একটি ডিম যোগ করুন। প্রস্তুত মাস্ক চুল এবং মাথার ত্বকে প্রয়োগ করুন এবং প্রায় ৩০ মিনিটের জন্য রেখে দিন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর এই মাস্কের সাহায্যে হালকা হাতে চুল ম্যাসাজ করুন। এবার স্বাভাবিক জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল অনেকাংশে মেরামত হবে।

অ্যালোভেরা জেল:

অ্যালোভেরা জেল তার সৌন্দর্য উপকারিতার জন্য পরিচিত। এটি আপনার মাথার ত্বক এবং চুলকে সুস্থ রাখতে কাজ করে। এতে অনেক অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। অ্যালোভেরা আপনার চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। এই মাস্কটি তৈরি করতে আধা কাপ নারকেল তেল এবং তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল লাগবে। এই দুটি ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন এবং চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত ভাল করে লাগান। কয়েক ঘণ্টা রেখে দিন।

আরও পড়ুন: Makeup Products: প্রিয়বন্ধুর কাছে রয়েছে আপনার প্রিয় মেকআপ কিট! এমন ভয়ংকর কাণ্ড ঘটালে সাবধান হোন এখনই