Alcohol-Skin Care: মদ্যপানে নয়, শরীর নষ্ট করা ভুলে এবার মদের ছোঁয়ায় হয়ে উঠুন অপরূপ

TV9 Bangla Digital | Edited By: megha

Jul 21, 2022 | 1:22 PM

Homemade Face Pack: অ্যালকোহল দিয়ে যদি রূপচর্চা করেন তাহলে বিষয়টা একটু অন্যরকম হতে পারে। কীভাবে ভাবছেন? সেই সমাধানও রয়েছে আমাদের কাছে।

Alcohol-Skin Care: মদ্যপানে নয়, শরীর নষ্ট করা ভুলে এবার মদের ছোঁয়ায় হয়ে উঠুন অপরূপ

Follow Us

অ্যালকোহল কখনওই শরীরের জন্য উপকারী নয়। যে কোনও রোগের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য চিকিৎসকেরা সর্বপ্রথম মদ্যপান ও ধূমপান ত্যাগ করতে বলেন। আর যদি ত্বকের কথা বিবেচনা করেন, তাহলেও জেনে রাখা ভাল রাখা যে ধূমপান সময়ের বুড়িয়ে দিতে পারে আপনার ত্বক। পাশাপাশি অতিরিক্ত মদ্যপানে দেখা দিতে পারে ত্বকের সমস্যাও। কিন্তু অ্যালকোহল দিয়ে যদি রূপচর্চা করেন তাহলে বিষয়টা একটু অন্যরকম হতে পারে। হ্যাঁ, ঠিকই পড়লেন আপনি। ত্বকের নিয়মিত যত্ন নেওয়ার সময় যদি সামান্য অ্যালকোহল ব্যবহার করেন, তাহলে চোখে পড়ার মতো তফাৎ দেখতে পাবেন। কীভাবে ভাবছেন? সেই সমাধানও রয়েছে আমাদের কাছে।

ভদকা ফেসপ্যাক

ভদকা হচ্ছে এমন একটি পানীয় যা দিয়ে আপনি রূপচর্চা করতে পারেন। সাধারণত ভদকাকে ব্যবহার করা হয় টোনার হিসেবে। আসলে এটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট। এটি আপনার ওপেন পোরসগুলোকে গভীর থেকে পরিষ্কার করে। পাশাপাশি এটি ব্রণর সমস্যাকে প্রতিরোধ করে। কিন্তু সরাসরি ভদকা ত্বকে ব্যবহার না করাই। এর চেয়ে আপনি ভদকা দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।

দু টেবিল চামচ ভদকার সঙ্গে দু টেবিল চামচ গোলাপ জল, এক চা চামচ মুলতানি মাটি আর দু-তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। উপাদানগুলোকে ভাল করে মিশিয়ে নেবেন। এবার এটা মুখে লাগিয়ে নিন। শুকনো না হওয়া পর্যন্ত রাখুন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। ভদকা অনেক সময় ত্বককে ডিহাইড্রেটেড করে দেয়। তাই শুষ্ক ও সেনসিটিভ ত্বকের ব্যক্তিরা এড়িয়ে চলুন এই ফেসপ্যাক।

রেড ওয়াইন ফেসপ্যাক

সামান্য পরিমাণ রেড ওয়াইন কমিয়ে দিতে পারে ত্বকের একাধিক সমস্যা। তদপুরি রেড ওয়াইন অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে দুর্দান্ত কাজ করে। রেড ওয়াইন ত্বকের কোষগুলোর মেরামত করে। এতে ত্বক তরুণ ও সতেজ দেখায়। রেড ওয়াইনকেও আপনি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। যদি আপনি কোনও অ্যান্টি-এজিং ফেসপ্যাকের সন্ধানে থাকেন তাহলে এটা আপনার জন্য আদর্শ।

এক টেবিল চামচ রেড ওয়াইন নিন। এতে এক চা চামচ অ্যালোভেরা জেল এবং দু ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। উপাদানগুলোকে ভাল করে মিশিয়ে নিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন। এটা মুখে ও গলায় ভাল করে মিশিয়ে নিন। মিনিট দশেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেই আপনি পেয়ে যাবেন নিখুঁত ও কোমল ত্বক।

Next Article