Coconut Water For Hair: শুধু খেলেই হবে না, চুলের জন্যও ব্যবহার করুন ডাবের জল, দূর হবে হাজার সমস্যা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 04, 2023 | 11:20 AM

Hair Care: একটি পাত্রে ২ চামচ অ্যালোভেরা জেল নিন। এতে প্রায় ২ থেকে ৩ চামচ ডাবের জল যোগ করুন। এই দুটি জিনিস মিশিয়ে পুরো মাথায় লাগান। কিছুক্ষণ আলতো হাতে ভাল করে ম্যাসাজ করুন। অ্যালোভেরা এবং নারকেল জলের পেস্ট চুলে লাগিয়ে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করুন।

Coconut Water For Hair: শুধু খেলেই হবে না, চুলের জন্যও ব্যবহার করুন ডাবের জল, দূর হবে হাজার সমস্যা
চুলের জন্য ডাবের জল

Follow Us

নারকেল বা ডাবের জল স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং চুলের জন্যও দারুণ উপকারী। এতে ভিটামিন, মিনারেল এবং ইলেক্ট্রোলাইট রয়েছে। যা চুলকে মজবুত করার পাশাপাশি চুলের হাজার একটা সমস্যা মেটাতে সাহায্য করে। চুল পড় রোধ করার সঙ্গে সঙ্গেই দ্রুত চুল বাড়াতে সাহায্য করে ডাবের জল। আসুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে আপনি চুলের জন্য ডালের জল ব্যবহার করতে পারেন…

শ্যাম্পুর সঙ্গে ডাবের জল-

এর জন্য আধ কাপ নারকেল জল নিন। শ্যাম্পুর সঙ্গে নারকেল জল মিশিয়ে নিন। এবার এই শ্যাম্পুটি চুলে ব্যবহার করুন। এটি আপনার চুলকে সুস্থ রাখতে ও চকচকে করতে সাহায্য করে।

ডাবের জল দিয়ে চুল স্প্রে করুন-

একটি স্প্রে বোতলে নারকেল জল ঢালুন। এবার এটি দিয়ে চুল স্প্রে করুন। সপ্তাহে কয়েকবার এই অভ্যাস করুন দেখবেন স্ক্যাল্প সুস্থ থাকবে ও চুলের আরও নানা সমস্যা কমবে।

ডাবের জল এবং টক দই-

নারকেল জল এবং দই মিশিয়েও চুলের জন্য পেস্ট তৈরি করতে পারেন। বেশি কিছুই নয়, ডাবের জলের সঙ্গে কয়েক চামচ টক দই মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এরপর এই পেস্ট চুলে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এবার কয়েক মিনিট ম্যাসাজ করুন। এভাবে প্রায় আধ ঘণ্টা রেখে দিন। এই পেস্ট সপ্তাহে এক থেকে দুই বার ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে।

জবা এবং নারকেল জল-

চুলের জন্য ভীষণ উপকরী জবা। আর এর সঙ্গে ডাবের জল মেশালে তো আর কথাই নেই। জবা ফুল এবং ডাবের জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। কয়েকটি জবা ফুল নিয়ে তা পেস্ট করে নিন। এবার তাতে সামান্য ডালের জল মেশান। এরপর এই প্যাকটি স্ক্যাল্পে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর চুল ঢেকে রাখুন হেয়াপ ক্য়াপের সাহায্যে। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

ডাবের জল এবং অ্যালোভেরা জেল-

একটি পাত্রে ২ চামচ অ্যালোভেরা জেল নিন। এতে প্রায় ২ থেকে ৩ চামচ ডাবের জল যোগ করুন। এই দুটি জিনিস মিশিয়ে পুরো মাথায় লাগান। কিছুক্ষণ আলতো হাতে ভাল করে ম্যাসাজ করুন। অ্যালোভেরা এবং নারকেল জলের পেস্ট চুলে লাগিয়ে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ভাল করে শ্যাম্পু করে নিন। দেখবেন বন্ধ হবে চুল পড়া ও চুল হবে চকচকে সুন্দর।

Next Article