আমরা যে ভাবে মুখ বা চুলের যত্ন নিই, একই খেয়াল রাখি না হাত-পায়ের। খুব বেশি হলে অনেকেই স্যালোঁয় গিয়ে পেডিকিওর ও ম্যানিকিওর করিয়ে নেন। সবার পক্ষে সম্ভব নয়, প্রতি মাসে ম্যানিকিওর করানো। কিন্তু নখের যত্ন নেওয়া জরুরি। যখন বাড়ি আর অফিস একা হাতে সামলাতে হয়, তখন নখ রাখার শখের সঙ্গে আপোস করতে হয়। সুন্দর ও পরিষ্কার নখ সকলের ভাল লাগে। কিন্তু অযত্নের কারণে তা হলেদেটে দেখায়। আবার বড় নখ রাখার পর যত্ন না নিলে সেটা ভেঙে যায়।
নখের যত্ন নিতে হলে প্রথমে একদিন অন্তর নখ পরিষ্কার করুন। একটি নেল ব্রাশের সাহায্যে নখ পরিষ্কার করুন। নিয়ম করে নখ কাটুন। ঘন ঘন নেলপলিশ ব্যবহার করবেন না। প্রতিদিন যদি নিয়ম করে নখে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল লাগান, তাহলে নখ নিয়ে আপনার আর কোনও সমস্যাই থাকবে না। এছাড়াও আপনি নখের যত্নে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরার মাস্ক দারুণ উপকারী।
অ্যালোভেরা হল একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বক থেকে চুল সব কিছুর যত্ন নেয়। অ্যালোভেরা জেলের মধ্যে থাকা ভিটামিন ই এবং ময়েশ্চারাইজিং এজেন্ট নখের কিউটিকলের খেয়াল রাখে এবং আর্দ্রতা বজায় রাখে। আপনি প্রতিদিন নখে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেলের পরিবর্তে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এছাড়াও আপনি অ্যালোভেরা জেলের তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা জেলের মাস্ক তৈরি করতে প্রয়োজন ২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ শসার রস, ১টা ভিটামিন ই ক্যাপসুল আর পরিমাণমতো গোলাপ জল। অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস মিশিয়ে নিন। এতে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস ভাল করে মিশিয়ে নিন। এই মাস্ক নখে প্রয়োগ করার আগে হাত ও পা ভাল করে পরিষ্কার করে নিন, যাতে কোনও ময়লা না থাকে। এরপর এই অ্যালোভেরা জেলের মাস্ক ভাল করে হাত ও পায়ের নখ লাগান। ১০-১৫ মিনিট জন্য রেখে দিন। এরপর হালকা হাতে নখের উপর ম্যাসাজ করুন। এরপর আঙুল ধুয়ে ফেলুন।
আঙুল ধুয়ে ফেলার পর হালকা গরম জলে গোলাপ জল মিশিয়ে নিয়ে তার মধ্যে নখ ডুবিয়ে রাখুন। ১০ মিনিট আঙুলগুলো ওই জলে ডুবিয়ে রাখতে হবে। তারপর শুকনো করে মুছে নিন। এরপর আপনি হ্যান্ড ক্রিম বা কোনও ময়েশ্চারাইজার মেখে নিতে পারেন। সপ্তাহে একদিন এভাবে হাতের যত্ন নিলে নখের হলেদেটে ভাব দূর হয়ে যাবে নিমেষে।