চুলে জল দেওয়ার পর চিরুনি দেওয়ার অভ্যাস? এই রোজের অভ্যাসে বাড়ছে আপনার চুলের সমস্যা। ভিজে চুল আঁচড়ালে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণে অনেকেই সকালে অফিস বেরোনোর সময় চুল ভেজান না। কিন্তু বাড়ি ফিরে শ্যাম্পু করে ফেলেন। সেই ভিজে চুল মাথায় নিয়েই আবার শুয়েও পড়েন। এতেও একইভাবে ক্ষতি হয় চুলের।
ভিজে চুল বেঁধে রাখা যায় না। ভিজে চুল আঁচড়ানো যায় না। এমনকী চুল শুকনো করার জন্য হেয়ার ড্রায়ারও প্রতিদিন ব্যবহার করা যায় না। সবচেয়ে ভাল হয়, যদি ভিজে চুল নিয়ে কয়েক মিনিট রোদে দাঁড়ান। পাখার হাওয়ায় চুল শুকনো করার পাশাপাশি এই টোটকা মানলেও কাজ হবে। কিন্তু যখনই আপনি ভিজে চুল বাঁধেন বা শুয়ে পড়েন তখন কী হয়, জানেন?
খুশকি হতে পারে: ভিজের চুলে শুয়ে পড়লে স্ক্যাল্পে ছত্রাক সংক্রমণ বেড়ে যায়। চুলের পাশাপাশি স্ক্যাল্পে যত স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, খুশকি, চুলকানির সমস্যা বাড়বে। একই সমস্যা দেখা দিতে পারে যদি আপনি ভিজে চুল বেঁধে ফেলেন।
দুর্গন্ধ ছাড়বে: চুল থেকে প্রায়শই দুর্গন্ধ ছাড়ে? ভিজে চুলে ঘুমিয়ে পড়ার বা চুল বেঁধে ফেলার অভ্যাসই এমন সমস্যা বাড়িয়ে তোলে। কারণ ভিজে চুলে ঘুমিয়ে পড়লে বা বেঁধে ফেললে স্ক্যাল্পে ঘাম জমতে থাকে। যার জেরে দুর্গন্ধ তৈরি হয়।
চুলের সমস্যা বাড়ে: নিয়ম মেনে শ্যাম্পু, কন্ডিশনার করার পর যদি চুলের সমস্যা বাড়ে তাহল বুঝবেন আপনার রোজের অভ্যাসে ভুল রয়েছে। ভিজে চুলে ঘুমিয়ে পড়লে প্রাকৃতিক জেল্লা হারিয়ে যায়। চুলের কোমলতা ও মসৃণ ভাব ফিরে পেতে চাইলে ভিজে চুলে ঘুমানো বা বাঁধা চলবে না।
চুল পড়ার সমস্যা বাড়ে: ভিজে অবস্থায় চুল বেঁধে ফেললে কিংবা ঘুমিয়ে পড়লে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। এতে চুল পড়ার সমস্যা বাড়ে। এমনকী দু’মখো চুলের সমস্যা বা চুল মাঝ বরাবর ভেঙে যাওয়ার সমস্যাও দেখা দেবে।
চুলে ফ্রিজিনেস বাড়ে: চুল শুকনো করার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ভিজে চুলে কখনওই হিট প্রয়োগ করা উচিত নয়। এতে ফ্রিজি হেয়ারের সম্ভাবনা বেড়ে যায়।
চুল যেভাবে শুকনো করবেন: সবসময় স্বাভাবিক তাপমাত্রায় চুল শুকনো করা উচিত। প্রথমে শুকনো তোয়ালে বা গামছা চুল ভাল করে মুছে নিন। তারপর পাখার হাওয়াতে চুল শুকিয়ে নিন। কয়েক মিনিট রোদে দাঁড়ালেও চুল শুকনো হয়ে যাবে।