বাড়িতে আর কিছু থাক না থাক, একটা মনের মতো কুর্সি থাকাটা খুবই দরকারি। তাই চেয়ার নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমন একটা বসার জায়গা চাই, যেখানে বসলে সারা দিনের ক্লান্তি জুড়িয়ে আসবে বাড়ি ফেরার পর। কিন্তু শুধু তো চেয়ার কিনে আনলেই হল না, বাড়ির সঙ্গে মানানসই হতে হবে। তাই চেয়ার কেনার আগে কী কী মাথায় রাখবেন কোন কোন টিপস?
চাইলে ফোল্ডিং চেয়ারের কথাও ভাবতে পারেন। প্রয়োজন মিটে গেলে ভাঁজ করে রাখা যায় সেটি। ল্যাডারব্যাক চেয়ার আনতে পারেন। কাঠের এই চেয়ারে হেলান দেওয়ার অংশটি দেখতে হয় একেবারে মইয়ের মতো। সাবেক ধাঁচের ল্যাডারব্যাক চেয়ার বারান্দা কিংবা বাড়ির বাইরে বসার জন্য একেবারে আদর্শ। লম্বাটে ধরনের কাঠের তৈরি রকিং চেয়ার পছন্দ হলে একটা আনতে পারেন।
নিজের বাড়িতেই যদি একটু অন্য ধরনের বসার ব্যবস্থা করতে চান, তা হলে কিনতে পারেন মোড়া। বেতের নানা ধরনের মোড়ায় এখন আবার রংচঙে ডেকরেশন করা যায়।
মেঝেয় বসার ব্যবস্থা করার ট্রেন্ড ইদানীং বাড়ছে। বাহারি শতরঞ্চি, বা সাবাই ঘাসের মাদুর পেতে দিতে পারেন মেঝেয়। সঙ্গে থাকুক কুশন।
বারান্দায় বসার জন্য দোলনা অন্যতম অপশন। গোল, লম্বা যেমন পছন্দ দোলনা ঝিলিয়ে দিন। চাইলে লোহার দোলনাও রাখতে পারেন।
বড় লিভিং রুমে আড্ডা দিতে বসলে নরম গদিওয়ালা সোফার কথা মনে পড়ে সকলেরই। কুশন টেনে এনে পা তুলে সেই নরম গদির মাঝে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। চাইলে আনতে পারেন স্লিপার সোফা। স্টুডিয়ো অ্যাপার্টমেন্টের জন্য একেবারে আদর্শ এটি। সোফার তলাতেই থাকে আর একটি এক্সটেনশন। সেটি টেনে নিলেই সোফা পরিণত হয় খাটে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী সোফাকে বদলে নিতে পারেন খাটে। সোফা কাম বেডও বলা যেতে পারে এটিকে।