শহরের কংক্রিটের জঙ্গলের মধ্যে বারান্দা যেন এক চিলতে মুক্ত বাতাস। তাই বাড়ি হোক বা ফ্ল্যাট এটিকে সুন্দর করে সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নানা মুহূর্তের সাক্ষী এই বারান্দা। ভাল লাগা বা মন খারাপের স্মৃতির আসা যাওয়া, সব কিছুর নীরব স্বাক্ষী এই বারান্দা।
কিন্তু সাজাবো বললেই তো আর হল না। কী করে সাজালে কম বাজেটেও হয়ে সুন্দর, তা বুঝে উঠতে পারছেন না? বারান্দাটিকে একটু আরামদায়ক বানাবেন কী ভাবে?
বারান্দায় গাছপালা রাখেন অনেকেই। তবে এর সঙ্গে একটু বসার জায়গা থাকলে আরও ভাল হয়! ছোট্ট বারান্দায় তাই চাই মানানসই আসবাব। কী ভাবে আসবাব রাখলে বারান্দার চেহারা পালটে যাবে? হদিস রইল এই প্রতিবেদনে।
কুশন বা গদি মোটামুটি সব বাড়িতেই এখন থাকে। বারান্দার আয়তন বুঝে নিয়ে মেঝেতে কুশন বা গদি বিছিয়ে নিতে পারেন। একটু আয়েশ করে সময় কাটানোর জন্য আদর্শ। জায়গা থাকলে বারান্দার এক দিকের কোণে মাটির টব বা অন্য কোনও পাত্রে কিছু গাছ রাখতে পারেন।
যদি ফ্ল্যাট না হয়ে পুরনো দিনের বাড়ি হয়, তা হলে বারান্দায় বসার জন্য হোগলাপাতা, বেত বা বাঁশের তৈরি মোড়া রাখতে পারেন। অথবা কাঠের চেয়ার রাখতে পারেন, সঙ্গে একটি ছোট্ট টেবিল। বৃষ্টির সকালে চায়ের পেয়ালা হাতে বা সপ্তাহান্তে পানীয়ের গ্লাস নিয়ে বসে পড়লেই কিন্তু জমে যাবে।
তবে একটা কথা মাথায় রাখবেন বারান্দায় আসবাব থাকলে বৃষ্টিতে ভিজে যাওয়ার ঝুঁকি থাকে। খেয়াল রাখতে হবে বৃষ্টির ছাঁটে আসবাব যেন ভিজে না যায়। যদি বারান্দায় সব সময় বৃষ্টির জল আসার সম্ভাবনা থাকে তা হলে, বারান্দায় প্লাস্টিকের আসবাব ব্যবহার করতে পারেন। কিন্তু সৌন্দর্য এবং আভিজাত্যের ছোঁয়া রাখতে চাইলে এই প্লাস্টিকের আসবাব এড়িয়ে যাওয়াই ভাল।