AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bathroom Cleaning: বাথরুমে ঢুকলেই দুর্গন্ধে গা গুলিয়ে যায়? ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে করুন সমাধান

বাথরুম যেন দুর্গন্ধমুক্ত হয়, তার জন্য বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। জেনে নিন কী কী করবেন?

Bathroom Cleaning: বাথরুমে ঢুকলেই দুর্গন্ধে গা গুলিয়ে যায়? ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে করুন সমাধান
Bathroom Cleaning: বাথরুমে ঢুকলেই দুর্গন্ধে গা গুলিয়ে যায়? ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে করুন সমাধানImage Credit: Canva
| Updated on: Aug 07, 2025 | 9:20 PM
Share

প্রতিটি মানুষ নিজের সাধ্যমতো বাড়ি সাজানোর চেষ্টা করেন। এই ধরুন বাড়ির বিভিন্ন অংশ সুন্দর জিনিসপত্র দিয়ে সাজিয়েছেন, কিন্তু রয়েছে একটা বিরাট সমস্যা। ভাল করে পরিষ্কার করার পরও যদি আপনার বাড়ির বাথরুম থেকে দুর্গন্ধ বেরোয়, তার চেয়ে বিরক্তিকর আর কিছু হয় না। এ বার এই সমস্যার সমাধান আপনি করতে পারেন কয়েকটি ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে।

বাথরুম যেন দুর্গন্ধমুক্ত হয়, তার জন্য বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। জেনে নিন কী কী করবেন? শৌচাগার ব্যবহারের পর ঠিকমতো পরিষ্কার যদি না করা হয়, তা হলে দুর্গন্ধ বের হয়। স্নানের পর ঠিকমতো বাথরুমে ভাল করে জল না দিলেও অনেক সময় দুর্গন্ধ বের হতে পারে। এ ছাড়া বাথরুমে যদি ঠিকঠাক হাওয়া চলাচল করার জায়গা না থাকে, তা হলে দুর্গন্ধ তৈরি হয়। যার ফলে পারলে বাথরুমে এক্সজশ ফ্যান বসাতে পারেন। কিংবা পাখাও বসাতে পারেন।

নিয়মিত বাথরুম পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলতে হবে। তা না করলে দুর্গন্ধ হবেই। প্রতিবার বাথরুম ব্যবহারের পর অবশ্যই জল দিয়ে পরিষ্কার করতে হবে। আর তারপর সম্ভব হলে বাথরুমের জানলা ও দরজা খুলে দিন। এর ফলে আলো ও বাতাস ঢুকবে এবং ভ্যাপসা গন্ধ কেটে যাবে। আপনার বাথরুমের ভেতর যদি বেসিন থাকে, তা হলে সেটিও পরিষ্কার রাখতে হবে। অনেক সময় বেসিন ও নালার মুখে চুল এবং ময়লা জমে গিয়ে দুর্গন্ধ তৈরি হয়। তাই এই দিকটিও নজর রাখতে হবে।

মার্কেটে প্রচুর এমন সুগন্ধি থাকে, যা বাথরুমে টাঙিয়ে রাখলে খারাপ গন্ধ বেরোয় না। অনেকের বাড়ির বাথরুমে এগুলো ঝোলানো অবস্থায় দেখা যআয়। এ ছাড়াও সাহায্য নিতে পারেন বেকিং সোডার। একখানা বাটিতে কিছুটা বেকিং সোডা দিতে হবে। তা হলে অনেক সময় বাথরুমের ভ্যাপসা গন্ধ কেটে যাবে। এ ছাড়া চাইলে লেবুর রসের সঙ্গে ভিনিগার মিশিয়ে তাতে কিছুটা জল ভরে স্প্রে বোতলে ঢালুন। মাঝেমধ্যে বাথরুমের নানা জায়গায় এই মিশ্রণটি স্প্রে করতে পারেন। এই টোটকাতেও বাথরুমের দুর্গন্ধ দূর হয়। এ ছাড়া বাথরুমের মধ্যে কোনও এক জায়গায় একটি পাত্রে কিছুটা এসেনশিয়াল অয়েল রাখতে পারেন। এর ফলে বাথরুমে হওয়া ভ্যাপসা ও বোঁটকা গন্ধ কেটে যায়।