Flower Verse: বেড রুম থেকে ড্রয়িং রুম, কেমন ফুলদানি রাখলে বাড়বে সৌন্দর্য্য

চাই মানানসই ফুলদানি। না হলে যে পুরো লুকটাই মাটি। তবে কোন কোন ধরনের ফুলদানি ঘরে রাখলে বাড়বে চমক? রইল টিপস।

| Updated on: Aug 05, 2024 | 8:02 PM
বেডরুমে হোক বা ড্রয়িং রুমে, ঘরে যদি এক গোছা ফুল থাকে তাহলে ভরে যায় ফুল। ফুলের গন্ধের মতোই যেন ফুরফুরে থাকে মন। তবে  শুধু তো ফুল বাজার থেকে কিনে হল না। সঙ্গে চাই মানানসই ফুলদানি। না হলে যে পুরো লুকটাই মাটি। তবে কোন কোন ধরনের ফুলদানি ঘরে রাখলে বাড়বে চমক? রইল টিপস।

বেডরুমে হোক বা ড্রয়িং রুমে, ঘরে যদি এক গোছা ফুল থাকে তাহলে ভরে যায় ফুল। ফুলের গন্ধের মতোই যেন ফুরফুরে থাকে মন। তবে শুধু তো ফুল বাজার থেকে কিনে হল না। সঙ্গে চাই মানানসই ফুলদানি। না হলে যে পুরো লুকটাই মাটি। তবে কোন কোন ধরনের ফুলদানি ঘরে রাখলে বাড়বে চমক? রইল টিপস।

1 / 8
বাঁশের ফুলদানি: বাঁশের ফুলদানির কথা ভাবতে পারেন। দাম তুলনামূলক ভাবে কম। দেখতেও বেশ সুন্দর।কফি টেবিল বা তাকের উপরে, কিংবা দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন।

বাঁশের ফুলদানি: বাঁশের ফুলদানির কথা ভাবতে পারেন। দাম তুলনামূলক ভাবে কম। দেখতেও বেশ সুন্দর।কফি টেবিল বা তাকের উপরে, কিংবা দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন।

2 / 8
কাঠের ফুলদানি: পরিবেশের কথা মাথায় রাখতে চান? বেছে নিন কাঠের ফুলদানি। এই ফুলদানিগুলো একেবারে অন্য স্বাদ এনে দেয় আপনার বসার ঘরে।

কাঠের ফুলদানি: পরিবেশের কথা মাথায় রাখতে চান? বেছে নিন কাঠের ফুলদানি। এই ফুলদানিগুলো একেবারে অন্য স্বাদ এনে দেয় আপনার বসার ঘরে।

3 / 8
কাঁচের ফুলদানি: ইদানীং কাচের ফুলদানি খুব চলছে বাজারে। এই ফুলদানিগুলোর বিভিন্ন আকৃতি বাড়তি আর্কষণ তৈরি করে।

কাঁচের ফুলদানি: ইদানীং কাচের ফুলদানি খুব চলছে বাজারে। এই ফুলদানিগুলোর বিভিন্ন আকৃতি বাড়তি আর্কষণ তৈরি করে।

4 / 8
বাল্ব ফুলদানি: নামে যেমন আজব, তেমন দেখতেও একেবারে অন্য রকম। এইগুলি আপনি ঘরের সামনেও রাখতে পারেন।

বাল্ব ফুলদানি: নামে যেমন আজব, তেমন দেখতেও একেবারে অন্য রকম। এইগুলি আপনি ঘরের সামনেও রাখতে পারেন।

5 / 8
জ্যামিতিক আকৃতির ফুলদানি: নামেই বোঝা যায় কেমন হতে পারে এই ধরনের ফুলদানির আকৃতি।  বিশেষ আকৃতি আপনার এবং অতিথির নজর কাটতে পারবে।

জ্যামিতিক আকৃতির ফুলদানি: নামেই বোঝা যায় কেমন হতে পারে এই ধরনের ফুলদানির আকৃতি। বিশেষ আকৃতি আপনার এবং অতিথির নজর কাটতে পারবে।

6 / 8
মাটির ফুলদানি: সবচেয়ে চিরাচরিত ফুলদানি এটাই। বিভিন্ন কারুকার্য করা ফুলদানি ঘরে রাখুন। ঘরের শোভা এমনিতেই বাড়িয়ে দেবে।

মাটির ফুলদানি: সবচেয়ে চিরাচরিত ফুলদানি এটাই। বিভিন্ন কারুকার্য করা ফুলদানি ঘরে রাখুন। ঘরের শোভা এমনিতেই বাড়িয়ে দেবে।

7 / 8
ইউ আকৃতির ফুলদানি: সব ধরনের ফুলদানিতে ইউ আকৃতির এখন বাড়তি কদর। তাই কাঠ, কাঁচ যাই হোক না কেন, বেছে নিতে পারেন এই ফুলদানি।

ইউ আকৃতির ফুলদানি: সব ধরনের ফুলদানিতে ইউ আকৃতির এখন বাড়তি কদর। তাই কাঠ, কাঁচ যাই হোক না কেন, বেছে নিতে পারেন এই ফুলদানি।

8 / 8
Follow Us: