Sini Shetty: ২১ বছরের মিস ইন্ডিয়া সিনি শেট্টিই এবার বিশ্ব সুন্দরীর মঞ্চে, জানেন এই কন্যার পরিচয়?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jun 12, 2023 | 1:16 PM

Miss World 2023: ২১ বছর বয়সী সিনি বর্তমানে কর্ণাটকের বাসিন্দা। যদিও সিনির জন্ম মুম্বইতে। মিস ইন্ডিয়ার আগে তিনি মিস ট্যালেন্টের পুরস্কারও পেয়েছিলেন। অ্যাকাউন্টস- এ স্নাতক হয়েছে তিনি। সেই সঙ্গে তিনি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট হওয়ার জন্যও তিনি কাজ করতেন সহকারী হিসেবে

Sini Shetty: ২১ বছরের মিস ইন্ডিয়া সিনি শেট্টিই এবার বিশ্ব সুন্দরীর মঞ্চে, জানেন এই কন্যার পরিচয়?
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর এবার বসছে ভারতে

Follow Us

২৭ বছর পর আবারও ভারতে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশ। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে ৮ জুন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। সম্ভবত নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। যদিও দিনক্ষণ এখনও ঠিক হয়নি। গত বছর মিস ওয়ার্ল্ডের খেতাব ছিনিয়ে নিয়েছিলেন পুয়ের্তো রিকোর সান জুয়ানে। এই বছর ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন গত বছরের ফেমিনা মিস ইন্ডিয়া বিজয়ী সিনি শেট্টি।

২১ বছর বয়সী সিনি বর্তমানে কর্ণাটকের বাসিন্দা। যদিও সিনির জন্ম মুম্বইতে। মিস ইন্ডিয়ার আগে তিনি মিস ট্যালেন্টের পুরস্কারও পেয়েছিলেন। অ্যাকাউন্টস- এ স্নাতক হয়েছে তিনি। সেই সঙ্গে তিনি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট হওয়ার জন্যও তিনি কাজ করতেন সহকারী হিসেবে। মাত্র ৪ বছর বয়স থেকেই শাস্ত্রীয় নৃত্যে তালিম নিতে শুরু করেন তিনি। এখনও নিয়মিত ভাবে ভারতনাট্যমের চর্চা করেন। ১৪ বছর বয়সে নিজে একটি নৃত্যনাট্যের প্রযোজনা করেছিলেন যা দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছিল। জীবনের প্রতিটি মুহূর্ত যাতে অর্থবহ হয়, তা যেন মনে গেঁথে থাকে সেই চেষ্টাই তিনি করেন। আর দেশের যুব সমাজকেও এমনই পরামর্শ দিয়েছেন তিনি। যে টুকু সময় বাঁচবে সেই টুকু সময় যেন নিজের থাকে, কারণ আমরা মুহূর্তের কাছেই ঋণী। এছাড়াও নিজের উপর বিশ্বাস রাখতে হবে। জীবন যেটুকু সুযোগ দিচ্ছে সেই সব সুযোগের সদ্ব্যবহার করতে হবে।

এবছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৩০ জন অংশগ্রহণ করছেন। তাঁরা নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এক মাস ভারতে থাকবেন তাঁরা। সেই সময় দেশের সংস্কৃতি আর বৈচিত্র্যর সঙ্গেও তাঁদের পরিচয় হবে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ভারত ৬ বার মুকুট জিতে নিয়েছে।

Next Article