ক্রিসমাস পার্টি মানেই ক্লাসিক পশ্চিমী আউটফিট আর মিউজিক। সাধারণত ক্রিসমাস পার্টিতে লাল রঙের ড্রেস কোড থাকে। আর সেই ছক থেকে বাদ পড়েন না সেলেবরাও। যদি এবছর কোনও ক্রিসমাস পার্টিতে যোগ দিতে চান, তাহলে বলি-সেলেবদের মত স্টাইল স্টেটমেন্ট ফলো করতে পারেন।
নোরা ফাতেহি
লাল রঙা অফ-শোল্ডার সুন্দর একটি গাউন পরে সোশ্যাল মিডিয়ায় বেশ কতকগুলি ছবি শেয়ার করেছিলেন বলিউডের অন্যতম হট গার্ল নোরা ফাতেহি। থাই-হাই স্লিট লাল অফ-শোল্ডার গাউনটির সঙ্গে ঝলমলে একটি স্টিলেটো বেছে নিয়েছিলেন। ক্লাসিক লুক আনতে সরু নেকলেশ ও কানের দুল পরেছেন। মেকআপেও রয়েছে পারফেক্ট পার্টি লুক।
দীপিকা পাড়ুকোন
যে কোনও পোশাকেই সুন্দর লাগে দীপিকাকে। তাই পার্টি বা কোনও ইভেন্ট যোগ দিলেও দীপিকার ফ্যাশন সেন্স সকলকে মুগ্ধ করে। ক্রিসমাস লুক ও স্টাইল কেমন করবেন তা যদি ভেবে থাকেন, তাহলে বলিউডের এই ডিভার স্টেটমেন্ট দেখে অনুপ্রাণিত হতে পারেন। সম্প্রতি একটি আফটিংয়ের জন্য, কালো লেটেক্স লেগিংসের সঙ্গে হাই-নেক রাফডল টপ পরেছিলেন তিনি। সঙ্গে লাল ব্যালেন্সিয়াগা টাই-আপ ব্লাউজ ও বেলুনের মতো হাতাওয়ালা ড্রেসটি কিন্তু ক্রিসমাসের মতো বেস্ট। সঙ্গে কালো চামড়ার স্টিলেটো এই দুরন্ত পোশাকের সঙ্গে বেশ মানানসই।
অনন্যা পান্ডে
পার্টিতে নজর কাড়তে টায়ারড ড্রেস কেমন যাবে , তা নিয়ে কোনও ধারণা আছে? যদি না থাকে তাহলে অনন্যা পান্ডের সম্প্রতি একটি পোস্ট ফলো করতে পারেন। সেখানে একটি লাল টায়ার্ড ড্রেস পরেছিলেন। হল্টার-নেক ড্রেসটি ডিপ নেকলাইনে বোল্ড লাগলেও কোমড়ে ছিল একটি সুন্দর বেল্ট। পার্টির জন্য মেকআপেও রয়েছে বেশ ঝলমলে ও প্রাণবন্ত লুক।
সারা আলি খান
ক্রিসমাস ডিনারের জন্য ফ্লারড হাতাযুক্ত লাল প্যান্টস্যুট কেমন লাগবে? পোশাক স্টাইলের জন্য সারা আলি খানকে ফলো করতে পারেন। কুলি নং ওয়ান সিনেমার প্রচারের সময় এই সুন্দর আউটফিটটি বেছে নিয়েছিলেন সারা। সঙ্গে মানানসই স্টিলেটোও পরেছিলেন, তাতে স্মার্ট ও বোল্ড লাগছিল তাঁকে।
ক্যাটরিনা কাইফ
লাল টার্টলনেক সোয়েটার এখনও ফ্যাশনের অন্তর্ভুক্ত। আর সেই পোশাকেই সকলের নজর কেড়েছিলেন ক্যাটরিনা কাইফ। কলোরাডোতে ছুটি কাটানোর সময় এই সুন্দর ও সাধারণ সোয়েটারটি বেছে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছিলেন সদ্য় বিবাহিত ক্যাটরিনা।