AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhakai Jamdani Vs Tangail: জামদানি নাকি টাঙ্গাইল কীভাবে আলাদা করবেন বাংলার নিজস্ব এই দুই হ্যান্ডলুমকে?

Saree Fashion: এখন বাজারে অনেক নকল জামদানিও পাওয়া যায়। আর তাই কিনতে যাওয়ার আগে নকল থেকে সাবধান। জামদানি শাড়ি হাতে বোনা হয়

Dhakai Jamdani Vs Tangail: জামদানি নাকি টাঙ্গাইল কীভাবে আলাদা করবেন বাংলার নিজস্ব এই দুই হ্যান্ডলুমকে?
কীভাবে ফারাক করবেন
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 9:00 AM
Share

তাঁতের শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি, সুতির ছাপা শাড়ি- যে কোনও শাড়ির দোকানের প্যাকেটের সঙ্গে এই নামগুলি খুব পরিচিত। দোকানেও অবশ্য আলাদা তাকে থরে থরে সাজানো থাকে এই টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি। পয়লা বৈশাখে বাংলার এই সব নিজস্ব শাড়ির আলাদা একটা ঐতিহ্য রয়েছে। এখনও এমন দিনে বাড়ির মা, দিদিমা, ঠাকুমা স্থানীয় মহিলাদের প্রথম পছন্দ এইসব সুতির শাড়ি। জামদানি শাড়ি বাঙালি মেয়েদের খুবই প্রিয়। এখন বাজারে নানা রকম সফট জামদানিও পাওয়া যায়, আর তার সঙ্গে সুন্দর স্টাইলও করা যায় বিশেষ দিনে। গরমের দিনে সুতির এই শাড়ি বেশ আরামদায়ক। স্লিভলেস ব্লাউজের সঙ্গে জামদানি শাড়ি দেখতেও কিন্তু ভাল লাগে। শাড়ি পরতে এখনকার মেয়েদের মধ্যে খানিক অনীহা তৈরি হলেও যে কোনও অনুষ্ঠানে মেয়েদের গোল বৈঠকে প্রধান টপিকই থাকে শাড়ি, গয়না এবং শ্বশুরবাড়ির গসিপ। তাই নববর্ষের দিনে জেনে রাখুন বাঙলার ঐতিহ্য এই দুই শাড়ি সম্পর্কে সামান্য কিছু তথ্য। কিনতে গেলে অবশ্যই মাথায় রাখবেন।

এখন বাজারে অনেক নকল জামদানিও পাওয়া যায়। আর তাই কিনতে যাওয়ার আগে নকল থেকে সাবধান। জামদানি শাড়ি হাতে বোনা হয়। আর েই শাড়ি বুনতেও বেশ সময় লাগে। জামদানির বুনন তাই সামনের দিকে আর পিছনের দিকে একই ডিজাইন থাকে। একটা শাড়ি বুনতে কয়েক সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগে। সিল্ক ও সুতির সুতো দিয়ে বোনা হয়। জামদানি শাড়ি কেনার সময় সুতোর মান যাচাই করার প্রয়োজন। একটি জামদানি শাড়িতে কতটা সূক্ষ্ম ও নিখুঁত কাজ থাকবে তা নির্ভর করে তাঁতির দক্ষতার উপরেই। সেই অনুযায়ী শাড়ির দাম ঠিক হয়। সে জন্য় খেয়াল করে দেখবেন, যে শাড়িতে সুতোর সূক্ষ্ম কাজ বেশি, তার দাম বেশি।

তাঁতের শাড়ি বলতেই প্রথমে যে শাড়ির কথা মাথায় আসে তা হল টাঙ্গাইল। এই শাড়ির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ তাঁত শিল্পের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সবচেয়ে পুরনো শাড়ি হল এই টাঙ্গাইল। ইবন বতুতা এবং হিই এন সাং এর ভ্রমণ কাহিনিতে বস্ত্রশিল্পে উল্লেখ রয়েছে এই টাঙ্গাইল শাড়ির। টাঙ্গাইল শাড়ির প্রধান বৈশিষ্ট্য হল পাড়ের কাজ। অন্য শাড়ি ১০-১২ হাত হলেও এই টাঙ্গাইল শাড়ি দৈর্ঘ্যে ১৪ হাত হয়। হাফ সিল্ক আর সুতির উপরেই তৈরি করা হয় এই টাঙ্গাইল শাড়ি। গরমে মহিলাদের খুবই পছন্দ এই টাঙ্গাইল শাড়ি। মূলত এই শাড়ির রং হালকাই হয়। ১০০, ৮২, ৮৪ কাউন্টের সুতো দিয়ে বোনা হয় তাঁতের শাড়ি।