Kiara Abvani: কিয়ারার ওয়ার্ডরোবে উঁকি! আপনিও রাখতে পারেন কিয়ারার মতো পোশাক

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 09, 2021 | 12:04 AM

ফ্যাশনের ব্যাপারে বেশ খুঁতখুঁতে কিয়ারা। খুব বেশি সাজেন না। অল্প সাজেই কামাল করে দেন। তাঁর ওয়ার্ডরোবে উঁকি দিয়ে জানা গেল কিয়ারা সব ধরনের পোশাকেই সমান স্বাচ্ছন্দ্য।

Kiara Abvani: কিয়ারার ওয়ার্ডরোবে উঁকি! আপনিও রাখতে পারেন কিয়ারার মতো পোশাক
কিয়ারা আডবানী (সৌ: ইনস্টাগ্রাম)

Follow Us

অল্প সময়ের মধ্যেই বলিউড মাত করেছেন অভিনেত্রী কিয়ারা আডবানী। শুধু অভিনয়েই নয়, তিনি মাত করেছেন রূপেও। তাঁর জন্য ‘রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী’ তকমা প্রযোজ্য। কিয়ারা একজন ফ্যাশনিস্তা। ফ্যাশনের ব্যাপারে তিনি বেশ খুঁতখুঁতে। খুব বেশি সাজেন না। অল্প সাজেই কামাল করে দেন। তাঁর ওয়ার্ডরোবে উঁকি দিয়ে জানা গেল কিয়ারা সব ধরনের পোশাকেই সমান স্বাচ্ছন্দ্য।

১. কিয়ারার কালেকশনে রয়েছে শাড়ি। তিনি শাড়ি পরতে বেশ পছন্দ করেন। কিন্তু ভারী শাড়ি নয়। শিফনই পছন্দ কবীর সিংয়ের ‘প্রীতি’র। নানা ধরনের শিফনের কালেকশন আছে তাঁর কাছে। শাড়ির সঙ্গে স্প্যাগেটি ব্লাউজ পরতে পছন্দ করেন কিয়ারা।

২. কুর্তা ও সালোয়ারের প্রতিও বেশ টান অনুভব করেন অভিনেত্রী। কবীর সিংয়ের ‘প্রীতি’রও তাই ছিল। যেহেতু খুব একটা মেকআপে তিনি বিশ্বাসী নন, তাই সালোয়ারের সঙ্গে কানে ছোট দুল পরে নিলেই ফুটে ওঠে কিয়ারার প্রাকৃতিক সৌন্দর্য।

৩. ডেনিম জ্যাকেট কিয়ারার হট ফেভারিট। নানা ধরনের ডেনিম জ্যাকেট আছে কিয়ারার কালেকশনে। কালো লেগিন্সের সঙ্গে ক্রপটপ পরে যখন জিমে যান, উপরে চাপিয়ে নেন ডেনিমের জ্যাকেটটি।

৪. কালো রঙের সব ধরনের পোশাক আছে কিয়ারার কালেকশনে। সে সালোয়ারই হোক কিংবা শর্ট ড্রেস। তিনি কালো পোশাকের সঙ্গে কোনও গয়না পরতে পছন্দ করেন না। কালো রংকেই মনে করেন গয়না।

৫. কিয়ারা জিম ফ্রিক। জিমেই দিনের অনেকখানি সময় কাটান তিনি। ফলে তাঁর কালেকশনেও রয়েছে একাধিক জিমওয়্যার। মোনো কালারের জিম ওয়্যারও পরতে পছন্দ করেন কিয়ারা।

আরও পড়ুনথাইরয়েডের কারণে হারিয়েছেন ত্বকের জেল্লা, কী করে ফিরে পাবেন দেখুন

আরও পড়ুনদেখুন ছবিতে; দাড়িতেই ঘায়েল নারী মন; ট্রাই করবেন কোনটা?

 

 

Next Article