পোশাক আর ফ্যাশন নিয়ে একাধিক এক্সপেরিমেন্ট করেন মিমি চক্রবর্তী। টলিউডের নায়িকারাও এখন ফ্যাশন নিয়ে ভীষণ সচেতন। আর সেই তালিকায় একেবারে প্রথমেই রয়েছেন মিমি চক্রবর্তী। গত কয়েক বছরে মিমি নিজেকে অনেক গ্রুম করেছেন। বরাবরই ডায়েট আর শরীরচর্চার মধ্যে থাকেন তিনি। আর তাই শরীরের কোথাও অতিরিক্ত মেদ নেই তাঁর। একেবারে পেটাই চেহারা। শাড়ি থেকে ওয়েস্টার্ন সব রকম পোশাকেই ভীষণ মানায় তাঁকে। আর সব পোশাক দারুণ ভাবনে ক্যারিও করতে পারেন মিমি। মডেলিং দিয়েই ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু তাঁর। গানের ওপারে-র পুপে চরিত্র এখনও মানুষের মনে গেঁথে রয়েছে। অভিনয়ের পাশাপাশি মিমির নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলের জন্যও মিউজিক ভিডিয়ো বানান তিনি।
মিমি তাঁর সোশ্যাল মিডিয়ায় নিয়ম করে ফটো পোস্ট করেন। কিছুদিন আগেই মিমি তাঁর ফটোশ্যুটের কিছু ছবি আপলোড করেছেন। আর সেই ছবি দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের। প্রতিটি ছবিতেই ভীষণ ক্লাসি লাগছে মিমিকে। তেমনই সুন্দর মিমির মেকআপ। বারোক প্রিন্টের (Baroque Print) একটি অফ শোল্ডার স্কার্ফ টপ পরেছেন তিনি। টপের ব্যাকে রয়েছে সুন্দর নট। এর সঙ্গে ক্রোম ইয়লো রঙের বেল বটমে স্টাইল করেছেন মিমি। রেট্রো আর ওয়েস্টার্ন- এই দুই স্টাইল খুব সুন্দর ভাবে ব্লেন্ড করেছেন তিনি। চোখে সুন্দর করে কাজল পরেছেন, ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক, খোলা চুলে ঝকঝক করছেন মিমি। বর্ষার শুরুতেই সতেজ মিমির এই লুক। নামী দুটি ব্র্যান্ডের থেকে এই পোশাক বেছে নিয়েছেন মিমি। মিমির স্টাইলিং করেছেন সুমিত সিনহা।
ছবিতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন মিমির ফ্যানেরা। এমন সুনিদর সেজে লেন্সে দারুণ পোজ দিয়েছেন মিমি। প্রতিটি ছবিতেই তাঁকে লাগছে ভীষণ সুন্দর। স্নিগ্ধ অথচ স্মার্ট লুকেই বরাবর চমকে দেন মিমি। আর প্রতি লুকেই তাঁর সৌন্দর্য চোখে পড়ার মত। ণ