Nusrat Jahan: ফিনফিনে নেটের শাড়ি আর কুন্দনের গয়নায় সাজলেন নুসরত, ছবি দেখে কী লিখলেন বোনুয়া মিমি?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 18, 2022 | 6:15 PM

Nusrat Jahan Fashion: সিক্যুইনের কাজ করা পিঙ্ক প্যাস্টেল শেডের একটি শাড়িতে নিজেকে সাজিয়েছেন নুসরত। নেটের বডিতে রুপোলি ফ্লোরাল সিক্যুইন দেখতেও বেশ লাগছে

Nusrat Jahan: ফিনফিনে নেটের শাড়ি আর কুন্দনের গয়নায় সাজলেন নুসরত, ছবি দেখে কী লিখলেন বোনুয়া মিমি?
কেমন লাগছে নুসরতকে

Follow Us

খবরের শিরোনামে না চাইলেও তিনি থেকে যান। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। যদিও কোনও রকম তির্যক মন্তব্যে কানও দেন না তিনি। নিজের মত, নিজের আইনেই তিনি চলেন। আর তিনি যাই-ই করে থাকেন না কেন সবই খবরে থেকে যায়। নিজের কাজ, ফ্যাশান থেকে সংসার সব কিছুই দারুণ ভাবে সামলে চলতে জানেন তিনি। তিনি হলেন নুসরত জাহান। ছেলের জন্মের পর ওয়ার্ক আউট করে শরীরের যাবতীয় মেদ তিনি ঝরিয়ে ফেলেছেন। কোথাও আর ফ্যাটের ছিটেফোঁটাও নেই। একসি সঙ্গে ফ্যাশানের দিক থেকেও নিজেকে নিয়ে গিয়েছেন একেবারে অন্য মাত্রায়। এবারের রলকাতা চলচ্চিত্র উৎসবে মঞ্চে একাধিক তারকার সমাবেশ হলেও দেখা যায়নি নুসরতকে। ছিলেন না যশও। ফলে আবারও সেই গুঞ্জন। কেন উপস্থিত ছিলেন না নুসরত। জানা গিয়েছে সাংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন তিনি। আপাতত আছেন সেখানেই।

দিল্লিতে কাজের মধ্যে থাকলেও শরীরচর্চা করতে ভোলেননি তিনি। আর সেই রিলসও তিনি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। আবার কখনও চলে যাচ্ছেন একদম স্বপ্নের জগতে। যেখানে প্রিয় অভিনেতা শাহরুখের জনপ্রিয় এক সিনেমার গানে লাল শাড়িতে লেন্সে দারুণ পোজ দিয়েছেন তিনি।  স্বপ্নের দুনিয়ার সেই ছোট্ট ভিডিয়োও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তবে এই সপ্তাহে প্যাস্টেল শেডের শাড়িতে দারুণ কিছু ছবি শেয়ার করেছেন নুসরত। আর এই শাড়িতে নুসরতকে যে অনবদ্য লাগছে তা বলার অপেক্ষা রাখে না।

সিক্যুইনের কাজ করা পিঙ্ক প্যাস্টেল শেডের একটি শাড়িতে নিজেকে সাজিয়েছেন নুসরত। নেটের বডিতে রুপোলি ফ্লোরাল সিক্যুইন দেখতেও বেশ লাগছে। শাড়ির পাড়েও রয়েছে ভারী সিক্যুইনের কাজ। শাড়ির থেকেও বেশি নজর কাড়ছে সঙ্গের ব্লাউজ। ডিপনেক সিক্যুইনের ব্লাউজে ভারী কাজ মনোক্রোম্যাটিক শাড়িটিতে আরও বৈচিত্র্য যোগ করেছে। অফ হোয়াইট গোলাপ আর জিপসি মাথায় যত্ন করে লাগিয়েছেন। শাড়ির সঙ্গে ফুলের এই কনট্রাস্ট দারুণ মানিয়েছে। গলায় ভারী কুন্দনের হার পরেছেন। সঙ্গে ম্যাচিং দুল। তবে এই হারটি তাঁর শাড়ির সঙ্গে বিশেষ মানানসই হয়নি। মেকআপ ছিল যথাযথ। শাড়ি আর ফুলের গুণেই অপরূপা হয়ে উঠেছেন সাংসদ। ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বোনুয়া মিমি চক্রবর্তী। শাড়িতেই যে নুসরতকে বেশি ভাললাগে একথাও জানাতে ভোলেননি তাঁর ফ্যানেরা। তবে অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলা নিয়ে অনেকে অনুযোগও প্রকাশ করেছেন।

Next Article