ময়দান প্রস্তুত, প্রস্তুত ফ্যানেরাও। বিশ্লকাপ দখলের লড়াইয়ে জোর টক্কর আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। দিকে দিকে চলছে যজ্ঞ। এবারের লড়াইয়ে ফ্রান্সকে পিছনে ফেলে এগিয়ে আছে আর্জেন্টিনা। আর তাই আর্জেন্টিনার ফ্যানেদের কথা মাথায় রেখে বিখ্যাত মিষ্টি প্রস্তুত সংস্থা ফেলু মোদক বানিয়েছে স্পেশ্যাল নীল-সাদা রসগোল্লা। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মেসি জ্বরে কাঁপছে বিশ্ব। বাইরে শীতও ভালই পড়েছে। দিন যখন রবিবার আর সন্ধ্যে থেকেই উত্তেজনা থাকবে তুঙ্গে তখন প্রিয় নায়কের ফ্যাশানে আপনিও গা গরম করে নিন।
৩৬ বছর পর ফের কি দেশকে চ্যাম্পিয়ন করতে পারবেন লিওনেল মেসি ( Lionel Messi)? ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। এবার দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপ জেতার সামনে আর্জেন্টিনা। সোশ্যাল মিডিয়ার দেওয়াল উত্তপ্ত তরজায়। ছেলেদের ফ্যাশান নিয়ে বেশ কয়েকবছর আগেই ভাবনাচিন্তা শুরু করেছেন মেসি। মেসির ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছে বিখ্যাত আমেরিকান ডিজাইনার টমি হিলফিগারের বোন জিনি হিলফিগারের। দ্য মেসি স্টোর’ নামের পোর্টাল থেকে লঞ্চ হয়েছে মেসির ব্র্যান্ড। হুড়ি আর জ্যাীকেট মেসির প্রথম পছন্দ। তাঁর ওয়ার্ড্রোব উপচে পড়ছে স্টাইলিশ সব জ্যাকেটে। বিশ্বকাপের মরশুমে বেড়েছে মেসি জ্যাকেটের কদর।
শীতের ফ্যাশান বলতে জ্যাকেট, হুড়ি আর সোয়েটারের রমরমা। ইদানিং সেই তালিকায় যুক্ত হয়েছে সোয়েট শার্টও। অধিকাংশ সময় ক্যাজুয়াল আউটফিটেই দেখা যায় তাঁকে। তবে মেসির সবথেকে বেশি পছন্দ হল জ্যাকেট। শীতের দিনে ফ্যাশানে তালিকায় প্রথমেই থাকে জ্যাকেট। লেদার জ্যাকেট, ফারের জ্যাকেট, বোম্বার জ্যাকেট, ট্রেঞ্চ কোর্ট, ডেনিম জ্যাকেট, ওভারশার্ট, ভার্সিটি জ্যাকেট, উলেন ব্লেজার… তালিকাটা বেশ লম্বা। একমাত্র জ্যাকেটেই বোধ হয় ছেলেদের এত বৈচিত্র্য থাকে। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও আজকাল ফ্যাশান সচেতন। আর তা টের পাওয়া যায় এখনকার অনলাইন স্টোর দেখলেই।
শীত মানেই ফেস্টিভ মুড, পার্টি শুরু। আর এমন সব দিনে কিছু ভাল ছবি তো চাই। তাই মেসির পছন্দের জ্যাকেট আপনিও কিনে নিন অনলাইন থেকেই। পেয়ে যাবেন অফলাইনেও। সব মিলিয়ে জমে যাক আজকের সন্ধ্যা।