দেবীপক্ষ শুরু হতেই উদ্বোধন একাধিক মণ্ডপের। আর প্রতিপদ থেকেই মানুষ বেরিয়েছেন প্রতিমা দর্শনে। সকলেই ভাবছেন ষষ্ঠীর ভিড় এড়িয়ে আগে ভাগেই সব ঠাকুর দেখে ফেলবেন। সেই মত রাস্তায় নেমেও পড়েছেন। সকালের দিকে সেজেগুজে বেরোচ্ছে কলেজ পড়ুয়ারা আর রাতে অফিস ফেরত জনতা। বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হচ্ছে অধিকাংশ স্কুল-কলেজে। ষষ্ঠী পর্যন্ত সব অফিস খোলা। আবার সপ্তমীতেও অফিস রয়েছে অনেক মানুষের। বেশ কয়েক বছর ধরে তৃতীয়া, চতুর্থীর সন্ধ্যে থেকেই ভিড় দেখা যায় মণ্ডপে। এবার সেই উত্তেজনাও ছাপিয়ে গিয়েছে। রাস্তায় শুরু হয়েছে চিরাচরিত যানজট। অনেক মানুষ আছেন যাঁদের এখনও কোনও কেনাকাটা হয়নি আর তাই ভিড় জমছে সেই বাজারেও। শেষ মুহূর্তে পছন্দের জামা খুঁজে নিতে চলছে জোর লড়াই।
দর্জির দোকানের সামনেও লম্বা লাইন। দিন-রাত এক করে তাঁরা কাজ করে চলেছেন। অফিসে চলছে এথনিক ডে। রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে শাড়ি-পাঞ্জাবি-সালোয়ার পরা ঝাঁক জাঁক ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। পুজোর কেনাকায় যতই জিনস, কুর্তি, টপ, ফ্রক এসব কেনা হোক না কেন শাড়ি থাকবেই। এখনও যাঁরা অফিস যাচ্ছেন যাঁদের এখনও পুজোর আড্ডা শুরু হয়নি তাঁদের জন্য রইল বিশেষ টিপস। ষষ্ঠী থেকে নবমী এমন সাজে সাজাতেই পারেন নিজেকে।
অরগ্যাঞ্জা শাড়ি, শিফন শাড়ি আর সিক্যুইনের কাজ এসব ফ্যাশনে ভীষণ ভাবে ইন। এবছর এই সব শাড়ি দেদার বিকোচ্ছে। ষষ্ঠীতে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা রিইউনিয়নের পরিকল্পনা থাকলে পরতে পারেন সুন্দর অরগ্যাঞ্জা। স্লিভলেস ব্লাউজ, কাঁচের চুড়ি এসব দিয়ে সুন্দর করে নিজেকে সাজাতে পারেন। ইদানিং গোলাপি রংও বেশ চলছে।
অষ্টমীর অঞ্জলিতে গোলাপি কোনও সিল্ক বাছতে পারেন। সপ্তমীর দিন বেছে নিন আলিয়ার স্টাইলে শিফন শাড়ি। নবমীর দিন পুজোর শেষ রাত। এদিনের সাজ হোক সবচেয়ে বেশি জমকালো। ছবিতে অভিনেত্রী সায়ন্তনী যেমন পরেছেন কালো রঙের সিক্যুইনের কাজ করা পার্টি ওয়্যার তেমন একটা বেছে নিতে পারেন। সুন্দর করে মেকআপ করুন, চুল খোলা রাখুন। এতেই লাগবে অপরূপা।
সায়ন্তনীকে সুন্দর করে সাজিয়েছেন
মেকআপ শিল্পী- শ্রুতি অধিকারী, সায়নী ধর
শাড়ি- লেবেল অনিতা, সম্পূর্ণা দে
স্টাইলিং- দেবযানী ঘোষ
ফটোগ্রাফি- রুপসু দেবনাথ, অভি নস্কর
গয়না- দ্য ক্যালকাটা আর্ট এম্পোরিয়াম জুয়েলার্স
লোকেশন- দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা