Subhashree Ganguly: উষ্ণ আলিঙ্গন আর চুম্বনে রাজের জন্মদিনে লাল মিনি ড্রেসে তাক লাগালেন শুভশ্রী, ছবি দেখেছেন ?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 25, 2023 | 9:41 AM

Fashion Tips: শুভশ্রী কখনই উগ্র সাজেন না, তাঁর সাজ খুবই সাদা-মাটা। ঢিলেঢালা এই মিনি লাল ড্রেসের সঙ্গে তাঁর হালকা মেকআপ দারুণ লাগছিল দেখতে

Subhashree Ganguly: উষ্ণ আলিঙ্গন আর চুম্বনে রাজের জন্মদিনে লাল মিনি ড্রেসে তাক লাগালেন শুভশ্রী, ছবি দেখেছেন ?
কেমন লাগছে শুভশ্রীকে

Follow Us

সদ্য পেরিয়েছে রাজ চক্রবর্তীর জন্মদিন। বাংলা মতে তাঁর জন্মদিন বাড়িতে পালন করা হয় শিবরাত্রির দিন। আর তাই সেদিন থেকেই শুরু হয়েছে কেক কাটিং পর্ব। ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন। মধ্যরাত থেকেই স্ত্রী শুভশ্রীর উদ্যোগে সেলিব্রেশন শুরু হয় বাড়িতে। কেক কেটেছেন, জন্মদিনের বিশেষ মুহূর্তে দুজন আবেগঘন হয়েছেন। আর দুজনের আদর-ভালবাসার মুহূর্তের সেই সব ছবি শুভশ্রী ভাগ করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি শেয়ার করতেই উপচে ওঠে কমেন্ট বক্স। সকলেই যেমন শুভেচ্ছা জানান রাজকে তেমনই তারিফ করেছেন তাঁদের ভালবাসারও। মধ্যরাত থেকে শুরু হওয়া সেই সেলিব্রেশন চলল পরদিন রাত পর্যন্ত। আর তাই রাজের সঙ্গে বিশেষ ডিনারের ছবিও পোস্ট করলেন শুভশ্রী।

আর তাই রাজের জন্মদিনে সকলের নজর গেল লাল রঙের মিনি ড্রেসটির দিকে। হাঁটু ঝুলের এই ড্রেসে শুভশ্রীকে খুব সুন্দর লাগছিল দেখতে।  জন্মদিন আর ভালবাসার মাস যখন ফেব্রুয়ারি তখন লাল ছাড়া অন্য কোনও রংই বেমানান। আর তাই শুভশ্রীও বেছে নিয়েছিলেন এই লাল রং। লাল রঙের স্ট্যাপ দেওয়া ড্রেসে তাঁকে মানিয়েছিল বেশ। ফ্লেয়ারড কাটের এই ড্রেসের সঙ্গে নেকলাইনটিও ছিল আকর্ষণীয়। লো কাট স্ট্রেট নেকলাইনটি সবার নজর কেড়েছিল। ঢিলেঢালা থাই লেন্থের এই ড্রেস গরমের দিনে বেশ আরামদায়কও। নিয়মিত কঠোর জিম আর শরীরচর্চা করেন বলে শুভশ্রীর শরীরে অতিরিক্ত মেদ কোথাও নেই। আর তাই তাঁর মেদহীন পা- ফ্লন্ট করতে ভোলেননি তিনি।

কখনই খুব বেশি সাজতে দেখা যায় না শুভশ্রীকে। সব সময়ই তিনি ভীষণ রকম সাধারণ। এদিনও তাঁর মেকআপ ছিল একেবারেই হালকা। ঠোঁটে লাল লিপস্টিক ছাড়া অন্য কোনও কিছুই ছিল না। কানে ম্যাচিং গোল্ডেন চাঙ্কি চেন ইয়াররিং। পায়ে সাদা স্নিকার্স। চুল খোলাই রেখেছিলেন। এরকম ক্যাজুয়াল ওয়েস্টার্ন লুকে আগেও দেখা গিয়েছে তাঁকে। রাজের জন্মদিনের সন্ধ্যায় এমন পোশাকে আরও বেশি ভাল লাগছিল তাঁকে।

অভিনয়, ফ্যাশান -এই দুই দিক থেকেই নিজেকে আগের থেকে অনেক বেশি ঘষামাজা করেছেন তিনি। ইদানিং শুভশ্রী যে সব ফটোশ্যুট করেন তাও কিন্তু নজরকাড়া।

Next Article