সদ্য জন্মদিনে স্বপ্নের মতো ট্যুর করে ফিরেছেন মিমি চক্রবর্তী। ৩৪ বছরের জন্মদিন উদযাপনে তিনি উড়ে গিয়েছিলেন প্যারিসে। তাঁর অন্যতম পছন্দের শহরে। নিজের সঙ্গে, নিজের মত ঘুরে-বেড়িয়ে জন্মদিন উদযাপন করলেন তিনি। অনেক ফটোশ্যুটও করেছেন। ইদানিং মিমির ফ্যাশানে অনেক পরিবর্তন এসেছে। গত ২ বছর ধরে তিনি নিজেকে বেশ ব্রাশ আপ করেছেন। খবর রাখেন দেশ-বিদেশের ফ্যাশানের। আর সেই ট্রেন্ড তিনি মেনেও চলেন। তাই মিমির প্রতিটি ফটোশ্যুট কিন্তু তারিফ করার মত। তাঁর পোশাক, ফ্যাশানেও রয়েছে সেই ছোঁয়া। বরাবরই নিজেকে ভালবাসার বার্তা দেন তিনি। সেল্ফ লভ তাঁর কাছে খুবই স্পেশ্যাল। তাঁর যে কোনও ছবিতেও থাকে সেই বার্তা। আর তাই তাঁর প্রতিটি পোশাকেও থাকে সেই ছোঁয়া।
সম্প্রতি মিমি তাঁর ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। নীল-সাদা ফ্লোর লেন্থ ফেয়ারি গাউনে মিমিকে দেখে চোখ ফেরাতে পারছেন না তাঁর অনুগামীরা। ডিজাইনার স্যান্ডি ঘোষালের কালেকশন থেকে বিশেষ এই পোশাকটি বেছে নিয়েছিলেন মিমি। আর তাঁকে দেখতেও লাগছে দারুণ। অফ শোল্ডার গাউনটির সামনে খুব সুন্দর করে প্লিট করা রয়েছে। সি-গ্রিন আর সাদার এই কম্বিনেশনটিও দেখতে লাগছে বেশ সুন্দর। সবথেকে বেশি আকর্ষণীয় গাউনের নীচের দিকের কাজটি। কুঁচি আর প্লিটে খুব সুন্দর লাগছে দেখতে। ড্রেসটি ব্যাকলেস, আর মিমিকে মানিয়েছে খুব সুন্দর। সঙ্গের মেকআপ একেবারে সাধারণ। শিমার শেড ব্যবহার করেছেন। চোখে দিয়েছেন শুধুই কাজল। কানে টপ পরেছেন। চুলেও খুব সুন্দর করে বিনুনি করেছেন। সব মিলিয়ে কিছিতেই চোখ ফেরানো যাচ্ছে না তাঁর থেকে।
বোনুয়া নুসরত তো লিখেই ফেললেন- একেবারে বার্বি ডল লাগছে। চল পার্টি করি। নুসরত ছাড়াও মিমির ফ্যানেরাও ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। স্যান্ডি ঘোষালের কালেকশন টলিউডের নায়িকাদের খুবই প্রিয়। প্রায়শই তাঁদের দেখা যায় তাঁর পোশাকে। মেকআপ করেছেন মেকআপ আর্টিস্ট সৌরভ। হেয়ার করেছেন অবিনাশ ভৌমিক।