পুজোর আনন্দ সবার। আর সেই আনন্দ সবার মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দেওয়ার দায়িত্বও থাকে আমাদের। পেঁজাতুলোর মত নীল মেঘ, আশ্বিনের সোনারোদ, মাঠ ভরা কাশ, শিউলির আনাগোনা জানান দেয় যে পুজো আসছে। পুজো আসছে আসছে করে এসেই গেল। আর মাত্র তিনদিন পরই মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুরু। যতই সারাবছর কেনাকাটা চলুক না কেন পুজোয় এই নতুন জামার একা আলাদা আনন্দ রয়েছে। পুজোয় উপহার পেতে আর দিতেও খুব ভাললাগে। যখনই ফ্যাশন, কেনাকাটা নিয়ে কথা হয় তখন সেখানে ফোকাসে থাকে মেয়েরা। মেয়েদের শাড়ি, জামা, জুতো, মেকআপ, ব্যাগ কোথায় ভাল পাওয়া য়ায় তা সকলেই জানেন। আর তাই আজ রইল ছেলেদের শপিং টিপস। কোথায় গেলে বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারবেন ছেলেরা তা জেনে নিন-
ছেলেদের ফ্যাশনে তেমন বৈচিত্র্য নেই। টি-শার্ট, শার্ট, জিন্স, পাঞ্জাবি, কুর্তা, ক্যাজুয়াল- পছন্দের পোশাক কিনে ফেলুন মাত্র ৬০০ টাকার মধ্যেই। রোজকার জীবনে খুবই গুরুত্বপূর্ণ পোশাক হল এই টি-শার্ট। অফিস থেকে শুরু করে আড্ডা, সব জায়গাতেই পরে যাওয়া যায় টি-শার্ট। টি-শার্টের মধ্যেও রয়েছে রকমফের। কোয়েস্ট মল থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে বেকবাগানে রয়েছে BLVCK। রাউন্ড নেক টি-শার্টে খুবই ভাল দেখতে লাগে সবাইকে। ৬০০-৯০০ টাকার মধ্যে থাকে দারুণ সব টি-শার্ট। যেমন সুন্দর রং তেমনই আরামদায়কও। পছন্দের রং থেকে ডিজাইন সবই পেয়ে যাবেন এই একটা দোকানেই। অফিসে পরে যাওয়ার জন্য পাবেন কলার দেওয়া টি-শার্টও। ৬০০ টাকার মধ্যে খুব ভাল মানের পোশাক পেয়ে যাবেন। মার্কেটে যেমন কেনেন তার থেকে অনেক ভাল কালেকশন রয়েছে এখানে। শুধু টি-শার্ট নয়, টুপি-বেল্ট থেকে শুরু করে ওয়ালেট সবই পেয়ে যাবেন এখান থেকে। নামী ব্র্যান্ডের টুপিও পেয়ে যাবেন এখান থেকে। দাদা-ভািদের উপহার দিতে একবার এখান থেকে ঘুররে যেতেই পারেন।
দারুন জিনসের কালেকশনও পাবেন এখানে। দাম শুরু ১২০০ থেকে। ১৫০০ টাকার মধ্যে খুব ভাল ফ্যাশনেবল জিনস পেয়ে যাবেন এখানে। এই প্রতিটি জিনসের ফিটিংসও খুব ভাল। এছাড়াও গড়িয়া শীতলা মন্দিরের পাশে রয়েছে বি অরিদিনাল স্টো৪স। এখানেও পছন্দের ব্র্যান্ডেড জামা, শার্ট, টি-শার্ট. জিনস এসব পেয়ে যাবেন একদম বাজের মধ্যে। সঙ্গে রয়েছে ছাড়ও। গড়িয়াহাটে প্রচুর পাঞ্জাবির দোকান রয়েছে। ছেলেরা পছন্দের পাঞ্জাবি কিনে আনুন এই সব দোকান থেকেই। পকেটে ১০০০ টাকা থাকলে কেনাকাটা হবেই।