বিগত বেশ কয়েকদিন থেকেই আমরা ইন্সটাগ্রামে আমাদের পরিচিত তারকাদের ছুটি কাটানোর মুহূর্তগুলো দেখে আসছি। অনেক সেলিব্রিটি ছুটি কাটাতে মালদ্বীপে চলে গেছেন। তাঁদের মধ্যেই একজন আলায়া এফ। তিনি আমাদের তাঁর আকর্ষণীয় পোশাক আর ছুটি কাটানোর মুহূর্তের কিছু ছবি দেখিয়েছেন। ফ্লোরাল কো-অর্ড বিকিনি টপ এবং মিনি স্কার্টে তাঁর সাম্প্রতিক ছবিটি অন্যান্য ছবিগুলোর থেকে অনেকটাই আলাদা।
আলায়া মালদ্বীপে ছুটি কাটানোর মুহূর্তের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেগুলোর মধ্যে একটা ছবিতে দেখা যায় তিনি একটা কাঠের সিঁড়ি বেয়ে উঠে আসছেন। তাঁর পরনে বিকিনি টপ আর মিনি স্কার্ট।
মালদ্বীপে ডিভার মতোই ফুরফুরে মেজাজে আছেন আলায়া। একটি বিশেষ ফটোশ্যুটের জন্য তিনি একটি আইভরি ফ্লোরাল প্রিন্টের বিকিনি টপ এবং মিনি স্কার্ট বেছে নিয়েছিলেন। সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই এবং শুভ কুমার আলায়াকে এই লাস্যময়ী বিচ লুকে সাজিয়ে ছিলেন। তাঁর কো-অর্ড সেটটি ‘দ্য ইয়াসো’-র তাক থেকে সংগৃহীত।
আলায়া একটি স্ট্র্যাপি ফ্লোরাল প্রিন্টেড বিকিনি টপ পরেছিলেন। তাঁর টোনড মিড্রিফ এবং আকর্ষণীয় কার্ভসগুলো বিশেষ করে নজর কেড়েছে। এই বিকিনি টপে একটা গভীর নেকলাইন রয়েছে। আলায়া তাঁর এই বিকিনি টপের সঙ্গে একটা একইরকমের ম্যাচিং ফ্লোরাল প্রিন্টের মিনি স্কার্ট পরেছিলেন। দুটো মিলিয়ে আলায়ার চেহারা একটা নিখুঁত আকার নিয়েছিল। মোট কথা, রকমারি বিকিনিতে আলায়ার প্রত্যেকটা লুকেই তাঁকে বেশ সুন্দর লেগেছে। খুব কম সময়ের মধ্যেই ইন্সটাগ্রামে তাঁর ১ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আলায়া ইন্সটাগ্রাম এন্থুসিয়াস্টদের মধ্যেও বেশ সুপরিচিত।
খালি পায়ে থাকা আলায়া তাঁর ফ্লোরাল কো-অর্ড সেটটির সঙ্গে বড় আকারের হুপ কানের দুল এবং একটা সাধারণ গোছের চেইন পরেছিলেন। তিনি তাঁর চুলগুলোকে পিছন দিকে উঁচু পনিটেলে বেঁধে রেখেছিলেন। সামান্য আইলাইনার, নিউড লিপ শেড এবং অল্প হাইলাইটার দিয়ে তিনি মেকআপ করেছিলেন। এর আগে, আলায়া পুলের মধ্যে নিজের আরও একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যায় তিনি সাঁতারের আগে একটা বেশ বড় আকারের একটা ব্রেকফাস্টের ভাসমান টেবিলের দিকে তাকিয়ে আছেন।
আলায়া এফ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন জাওয়ানি জানেমান- সিনেমাতে। এই সিনেমায় তাঁর সঙ্গে টাবু এবং সইফ আলি খানও ছিলেন। তাঁকে আসন্ন সিনেমা ‘ফ্রেডি’-তে কার্তিক আরিয়ানের সঙ্গে এবং কন্নড় থ্রিলার ‘ইউ-টার্ন’-এর হিন্দি রিমেকে দেখা যাবে।
আরও খবর: Nora Fatehi Fashion: নোরার এই নতুন হলুদ র্যাপ ড্রেসের দাম শুনলে চমকে যাবেন!
আরও খবর: Daniel Craig: জেমস বন্ডের নয়া সিরিজের প্রিমিয়ার শোয়ের স্পটলাইট কাড়লেন ড্যানিয়েল! নেটপাড়ায় হৈচৈ