Alia Bhatt: মেয়েকে নিয়ে ব্যস্ততার মাঝেই রাতপোশাকে পোজ় দিলেন বেবি মাম্মা, কমেন্টে কী লিখলেন সোনম, দীপিকারা?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 14, 2022 | 5:52 PM

Alia Bhatt Fashion: চোখে-মুখে ক্লান্তির ছাপ, রাতে ঠিকমতো ঘুমও হচ্ছে না। তবুও আলিয়ার গ্লো ঠেকিয়ে রাখে কার সাধ্যি

Alia Bhatt: মেয়েকে নিয়ে ব্যস্ততার মাঝেই  রাতপোশাকে পোজ় দিলেন  বেবি মাম্মা, কমেন্টে কী লিখলেন সোনম, দীপিকারা?
আলিয়ার বেবি গ্লো

Follow Us

গত বছর থেকেই বৃহস্পতি তুঙ্গে আলিয়া ভাটের।  গাঙ্গুবাঈতে আকাশ ছোঁয়া সাফল্যের পর এপ্রিল মাসে রাজকীয় ভাবে বিয়ে। যদিও সেই বিয়েতে বাইরের কোনও অতিথি ছিলেন না। এমনকী ঘটা করে কোনও রিসেপশন পার্টিও দেননি এই দম্পতি। কাপুরদের বাড়িতেই বসেছিল বিয়ের আসর। বিয়েতে আলিয়ার সাজও ছিল একেবারে নজরকাড়া। সাদা-সোনালি কম্বিনেশনে ডিজাইনার সব্যসাচীর বানানো দারুণ একটি শাড়িতে সেজেছিলেন আলিয়া। বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই সুখবর দিয়েছিলেন আলিয়া। গত ৬ই নভেম্বর ‘গঙ্গুবাই’-এর কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছেন ২৯ বছর বয়সী নায়িকা। কেরিয়ার যখন তুঙ্গে তখনই বিয়ে এবং মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।

আপাতত কাজ থেকে কিছুদিনের বিরতি। গর্ভবতী থাকাকালীনই হলিউডে তাঁর প্রথম সিনেমার শ্যুটিং করেছেন। গত কয়েকদিনে তাঁর রুটিন আমূল বদলে গিয়েছে। ঠিক মতো ঘুম হচ্ছে না। চোখে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও একরত্তি কন্যার দিকে তাকিয়েই দিন কাটছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় সদা অ্যাক্টিভ আলিয়াও নিয়েছেন খানিক বিরতি। শীতের ছুটির সকালে একটু সময় পেয়েছেন নিজের জন্য। আর তাই রঙিন নাইট স্যুটেই বাথরুম থেকে নিজের দুটি সেলফি পোস্ট করলেন বেবি মাম্মা। আর সেই ছবিতে ফেটে পড়ছে তাঁর গ্লো। অফ হোয়াইট আর পিংক রঙের সেই পোশাকে ভীষণ মিষ্টি লাগছিল তাঁকে।

কোনও রকম মেকআপ নেই। সময়ের অভাবে বেশ কিছুদিন থ্রেডিং করার সময়ও পাননি তিনি। চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও তাঁর গ্লো ঠেকিয়ে রাখবে কার সাধ্যি! আলিয়ার সেই ছবি দেখে সোনম কাপুর লিখেছেন- বেবি মাম্মা গ্লো,  আর দীপিকা পাড়ুকোন লিখেছেন আমি কি অশ্বগন্ধার বিশেষ গন্ধ পাচ্ছি? এমন কমেন্ট দেখে হেসে ফেলেন আলিয়াও। তবে দীপিকা যে একদম ঠিক কথাই বলেছেন সেকথাও বলতে ভোলেননি তিনি। আপাতত বাড়িতে ছোট্ট রাহার সঙ্গেই দিন কাটছে তাঁর। সময় পেলেই ঘুয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে।

বক্স অফিসে আলিয়ার শেষ রিলিজ ছিল ‘ব্রহ্মাস্ত্র’। ‘রালিয়া’র রসায়ন দেখতে হল ভরিয়েছে দর্শক। আর তারপরই পূর্ণতা পেয়েছে তাঁদের প্রেম।  নতুন বছরে কাজে ফিরছেন তিনি। ২০২৩-এর ২৮শে এপ্রিল মুক্তি পাবে আলিয়া-রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। প্রয়োজক করণ জোহর।

Next Article