একে বৃষ্টির ভ্রুকুটি তার উপর পুজোর সময় এল কাছে- সব মিলিয়ে তিতিবিরক্ত মানুষ। দুদিন বিদঘুটে গরম থাকলে তৃতীয় দিন থেকে মেঘ ভাঙা বৃষ্টি। শেষ তিনদিন এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি। এর মধ্যে পুজোর শপিং শিকেয় উঠেছে। তবুও সময় পেলেই দর্জির দোকানে ছুটে গিয়ে লাইন দিচ্ছেন প্রচুর মানুষ। ম্যাচিং ব্লাউজ, কুর্তি তো বানাতেই হবে। পুজোয় সব মেয়েই যেমন কালেকশনে অন্তত একটি করে শাড়ি, সালোয়ার রাখেন তেমনই প্রায়োরিটি লিস্টে উপরের দিকে থাকে টপ, ড্রেস, গাউন। শাড়িতে অধিকাংশ মেয়েরাই অন্যভস্ত। চটজলদি কোনও পার্টি বা অনুষ্ঠানে গেলে ভরসা টপ, গাউনই। পুজোর শপিং করার সময় অধিকাংশের মাথায় থাকে এমন পোশাক কিনবেন যা অফিস, স্কুলেও পরে যাওয়া যায়।
শপিং করতে কার না ভালোলাগে, তবে পকেটের দিকটাও মাথায় রাখতে হবে তো! এখনকার বেশিরভাগ মেয়েই সারা বছর প্রচুর কেনাকাটা করেন। ফলে যখন কেনাকাটা বেশি হয় তখন দামের দিকটাও দেখতে হবে। প্রচুর দাম দিয়ে অনেক পোশাক কিনে ফেলা যায় না। পকেট বাঁচিয়ে কিনতে হবে এবং তা যেন সংখ্যায় বেশি হয় সেই দিকটাও মাথায় রাখতে হবে। জিন্স বা স্কার্ট একটা হলেই চলে যায়। তবে ঘুরিয়ে ফিরিয়ে পরার মত টপ চাই।
এই পুজোয় ট্রেন্ডিংয়ে প্রথমেই রয়েছে ক্রম টপ। ক্রপ এবং ব্যাগি টপ দিয়ে যেমন জিন্স পরা যায় তেমনই কিন্তু শাড়িও পরা যায়। শাড়ির সঙ্গে এই টপ দেখতে বেশ লাগে। ব্লাউজের পরিবর্তে তাই অনেকেই এখন বেছে নিচ্ছেন ক্রপ টপ। এছাড়াও টাইডাই, শিফন, র্যাপ, ম্যাক্সি, টিউব, কাফতান টপও রয়েছে সেই তালিকায়। সুন্দর টপ পরলে দেখতেও বেশি স্টাইলিশ থাকে। চেহারা মেদবহুল হোক বা পাতলা এই ক্রপ টপ দেখতে কিন্তু বেশ লাগে।
অফিস পার্টি বা জন্মদিন, বিয়েবাড়িতে অনেকেই আজকাল গাউন পরেন। গাউন দেখতে ভাল লাগে, পরতেও বিশেষ কোনও ঝামেলা নেই। আর এমন পোশাক কিনতে কোথায় যাবেন? শহরের মধ্যেই সবথেকে সস্তায় পেয়ে যাবেন দারুণ সব টপ আর বলিউড স্টাইলের গাউন, শারারা। সবথেকে ভাল ওয়েস্টার্ট টপ পাবেন- বি কে মার্কেট, শ্রীরাম আর্কেড, সত্যনারায়ণ এ সি মার্কেট, চাঁদনি চক, গড়িয়াটা এবং নিউমার্কেটের নানা দোকানে। দাম শুরু মাত্র ১০০ টাকা থেকে। টপের সঙ্গে পেয়ে যাবেন পছন্দসই জিন্সও। তাই দেরি না করে পকেট বাঁচিয়ে সস্তায় জামাকাপড় কিনে ফেলুন ঝটপট।