Banarasi Sarees: গড়িয়াহাট নাকি কলেজ স্ট্রিট, সেরা বিয়ের বেনারসি কোথায় পাবেন?
Banarasi Saree Stores In Kolkata: ১০- ১৫ হাজারের মধ্যে গড়িয়াহাটে পাবেন চোখধাঁধানো কালেকশন। তবে শাড়ি কেনার আগে শাড়ির কোয়ালিটি কেমন তা নিজেকেই হাত দিয়ে বুঝতে হবে। সঙ্গে একজন এক্সপার্ট অবশ্যই রাখুন। কারোর প্ররোচনায় পা দিয়ে বিয়ের বেনারসি কিনবেন না

হাতে গোনা আর কয়েকদিন পরই শুরু হচ্ছে বিয়ের মরশুম। জোর কদমে চলছে প্রস্তুতি, কেনাকাটি। এবারে কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো বিয়েবাড়ি সব একসঙ্গে পড়েছে। উৎসব কাটতে না কাটতেই বিয়েবাড়ি। আর তাই যাদের বাড়িতে বিয়ে রয়েছে তাদের এখন নাওয়া খাওয়ার সময় নেই। বিয়ে মানেই প্রচুর কেনাকাটি। কবে থেকে শুরু হয় তার প্ল্যানিং। তত্ত্বের শাড়ি, প্রণামীর শাড়ি, বিয়ের দিন পরার মত শাড়ি অনেক কিছুই লাগে। বিয়েতে এখন অনুষ্ঠানও নেহাত কম থাকে না। মেহেন্দি, সঙ্গীত, আইবুড়োভাত, গায়েহলুদ। এরপর বিয়ের অনুষ্ঠান, রিসেপশন এসব তো আছেই। বিয়ের দিনের শাড়ি নিয়ে সব মেয়ের মনেই অনেক স্বপ্ন থাকে। কেমন রঙের শাড়ি হবে, কী ভাবে শাড়ি পরা হবে। আর শাড়ি আগে থেকে না কিনলে সময়মতো ডিজাইনারের কাছ থেকে ব্লাউজও বানানো যাবে না।
এবার প্রশ্ন হল কোথায় কিনবেন বিয়ের বেনারসি? বেনারসি অনেক দোকানে পাওয়া যায়। এখন অনেক ডিজাইনার আছেন যাঁরা বিয়ের জন্য বেনারসি কাস্টমাইজড করে দেন। এখন বিভিন্ন জেলা থেকেও অধিকাংশ মানুষ কলকাতায় আসেন বিয়ের কেনাকাটা করতে। অন্য কিছু না কিনলেও অধিকাংশ কনে চান বিয়ের বেনারসি কলকাতার কোনও নামী দোকান থেকে কিনতে। বড়বাজারে বিয়ের অন্য সব শাড়ি কিনলেও বিয়ের বেনারসি কিনতে অধিকাংশ মানুষ যান কলেজ স্ট্রিট বা গড়িয়াহাটে। তবে কোন দিকের দোকানে শাড়ি ভাল এই নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। যাঁরা বিভিন্ন শহরতলি থেকে ট্রেনের মাধ্যমে আসেন তাঁরা শিয়ালদহ কাছে হয় বলে কলেজ স্ট্রিট বেছে নেন, আবার গড়িয়াহাটেও যান। কলকাতার শাড়ি হাব বলতে মানুষ দক্ষিণ কলকাতার গড়িয়াহাটই বোঝেন। গড়িয়াহাটে লাইন দিয়ে একাধিক শাড়ির দোকান রয়েছে, আর প্রতিটি দোকানেই খুব ভাল কালেকশন। বেনারসির জন্য বিশেষ কিছু দোকানও হয়েছে। আছে সিল্ক শাড়ির এক্সক্লুসিভ কালেকশনও।
১০- ১৫ হাজারের মধ্যে গড়িয়াহাটে পাবেন চোখধাঁধানো কালেকশন। তবে শাড়ি কেনার আগে শাড়ির কোয়ালিটি কেমন তা নিজেকেই হাত দিয়ে বুঝতে হবে। সঙ্গে একজন এক্সপার্ট অবশ্যই রাখুন। কারোর প্ররোচনায় পা দিয়ে বিয়ের বেনারসি কিনবেন না। আবার কলেজস্ট্রিটের দিকে যে সব শাড়ির দোকান রয়েছে আর সেখানে যেসব শাড়ি বিক্রি হয় তার গুণগত মান খুব একটা ভাল নয়। দেখতেও যে ক্লাসিক হয় এমনটা নয়। যেহেতু সকলেই শাড়িবোদ্ধা নন, তাই অনেকেই ৫ হাজার টাকার শাড়ি ফাঁদে পড়ে ১৫ হাজার টাকায় কেনেন। কাতান সিল্ক বা কাতান বেনারসি খাঁটি হলে তার দাম অন্তত ১৫ হাজার টাকা হয়। এখন সার্টিন, জর্জেটেরও বেনারসি পাওয়া যায়। যেহেতু সবার পক্ষে কোয়ালিটি বোঝা সম্ভব হয় না তাই অনেকেই দোকানের উপর পুরোপুরি ভরসা রাখেন। বিয়ের বেনারসি একবারই কিনবেন, কেনার আগে যথেষ্ঠ রিসার্চ করে তবেই মার্কেটে নামুন।





