ডেনিম- অন-ডেনিম ট্রেন্ডে মেতেছেন সেলেব্রিটি থেকে সাধারণ। কারণ এই সেক্সি ও দুরন্ত স্টাইল স্টেটমেন্ট বলিউডের শীর্ষস্থানীয় সেলেব্রিটিদের মধ্যে দেখা যায়। ৮৩ সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ কিন্তু তাঁদের মধ্যে অন্যতম। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে এয়ারপোর্ট লুকে ডেনিম-অন-ডেনিম আউটফিটকে বেছে নিয়েছিলেন দীপিকা। আর তাতে আরও একবার প্রমাণ করলে তিনি সত্যিই বলিউডের সেরা আউটফিট পরা সেলেব্রিটিদের মধ্যে একজন।
সম্প্রতি মুম্বই থেকে ফ্লাইট ধরতে গিয়ে পাপারাত্জ্জিদের সামনে পড়ে যান। বহুবার এয়ারপোর্ট লুকে ডেনিমের আউটফিট পরে থাকতে দেখা গিয়েছে দীপিকাকে। তিনি যে এমনিতে আরামদায়ক জিন্স পরার পক্ষপাতী তার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। এই বার ফ্লাইটের জন্য সুন্দরী অভিনেত্রী ম্যাচিং জিন্সের সঙ্গে ওভারসাইজড ডেনিম জ্যাকেট পরেছিলেন।
দীপিকার মতো আপনি যদি ডেনিম প্রেমী হন তাহলে বলিউডের এই ফ্যাশনিস্তাকে অনুসরণ করতে পারেন। তবে ভাবছেন কত দাম হতে পারে? যদি ভাবেন শীতকালে এমন পোশাক নিজের ওয়ার্ডরোবে রাখবেন তাহলে একটু বিস্তারিত আলোচনা করা যাক। এলিমি ডেনিম ওভারশার্ট জ্যাকেটটি দীপিকা ইরো প্যারিস নামে এক লেবেল থেকে কিনেছেন। দাম মাত্র ৫৯৫ ইউরো। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ৫০, ৪৯২ টাকা।
প্রসঙ্গত আসন্ন ও বহু প্রতীক্ষিত সিনেমা ৮৩-তে রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে তাঁকে। সেখানে তিনি রণবীরের স্ত্রীর ভূমিকাতেই দেখা যাবে। সিনেমাটি বড়বর্দায় রিলিজ করবে আগামী ২৪ ডিসেম্বরে।
আরও পড়ুন: Fatima Sana Shaikh: ‘সাদা পরী’র বেশে উজ্জ্বল ফাতিমা! সোশ্যাল মিডিয়ায় তাক লাগালেন দঙ্গল-তারা