Deepika Padukone: ছবির প্রচারে গিয়ে লাল লেয়ারড গাউনে সকলের মন জয় দীপিকার! দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 17, 2021 | 8:35 AM

মেকআপ নিয়ে দীপিকার লুক সবসময়ই পারফেক্ট। সুন্দর ও স্মার্টলুকের জন্য মেকআপে ম্যাট ব্রাউন লিপশেড, কনট্যুরড করা গোলাপী চিকসে ব্রোঞ্জার ব্লাশ করা, মাস্কারা ও অনবদ্য স্মোকি আইশ্যাডো ব্যবহার করেছিলেন।

Deepika Padukone: ছবির প্রচারে গিয়ে লাল লেয়ারড গাউনে সকলের মন জয় দীপিকার!  দেখুন ছবিতে
ফের একবার ফ্যাশন ওয়াল্ডের লাইমলাইটে দীপিকা পাড়ুকোণ

Follow Us

পোশাকটা দেখে একটু চেনা লাগলেও লাগতে পারে। কান ফেস্টিভ্যালে একবার গাঢ় গোলাপী রঙের এই একই প্যাটার্নের গাউন পরেছিলেন দীপিকা পাড়ুকোণ।এবার বহু প্রতীক্ষিত সিনেমা ৮৩ -এর প্রচার অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ। সেই ইভেন্টেই শালিনা নাথানির স্টাইলে একটি গ্ল্যামারাস গাউনে নিজেকে অনন্যা রূপে সাজিয়েছিলেন। শুধু পোশাকেই আটকে থাকেননি, অসাধারণ লুকের জন্য মেকআপ টাচও ছিল অসামান্যা।

লাল রঙের অফ-শোল্ডার সুন্দর গাউনটির হাতার কাছে অসাধারণ ঢেউ খেলানো লেয়ারড ছিল। রেড কার্পেট ইভেন্টের জন্য পারফেক্ট গাউন বেছে নিয়েছিলেন দীপিকা। সঙ্গে গাউনের সঙ্গে ম্যাচ করে তাতে হিরে ও পান্নার কানের দুল। দীপ্ত ও উজ্জ্বল দীপিকা যে গোটা ইভেন্টের লাইমলাইট কেড়ে নিয়েছেন তা বলাই বাহুল্য।

মেকআপ নিয়ে দীপিকার লুক সবসময়ই পারফেক্ট। সুন্দর ও স্মার্টলুকের জন্য মেকআপে ম্যাট ব্রাউন লিপশেড, কনট্যুরড করা গোলাপী চিকসে ব্রোঞ্জার ব্লাশ করা, মাস্কারা ও অনবদ্য স্মোকি আইশ্যাডো ব্যবহার করেছিলেন। গাউন বা শাড়ি, সবেতেই থাকে দীপিকার সিগনেচার হেয়ারস্টাইল। যার ফলে গোটা লুকটাই একটি অভিনবত্বের ছোঁয়া পেয়েছে। তবে দীপিকার নিজস্ব কিছু স্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে, যা সব ডিজাইনার পোশাকের সঙ্গে তিনি অবলীলায় ফিট হয়ে যান। তা সে ভারতীয় লুকেই হোক কিংবা পশ্চিমী স্টাইল, দীপিকা নিজস্ব কেতেই সকলকে মুগ্ধ করে চোলে।

আরও পড়ুন : Priyanka Chopra Jonas: শীতের পার্টিতে প্যাটার্নড স্কার্ট সেট ট্রেন্ডিং! প্রচারে গিয়ে এই লুকেই তাক লাগালেন দেশি গার্ল

 

Next Article