Priyanka Chopra Jonas: শীতের পার্টিতে প্যাটার্নড স্কার্ট সেট ট্রেন্ডিং! প্রচারে গিয়ে এই লুকেই তাক লাগালেন দেশি গার্ল
গোলাকার নেকলাইন, প্লিটেড মিডি-লেংথ স্কার্টে অন্য রূপে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে। সুন্দর দেখতে স্কার্টের সঙ্গে লম্বা ব্লেজার নিয়েছিলেন। তাতে তিনি যে ফ্যাশন অন্যতম মুখ তাতে বলার অপেক্ষা রাখে না।
আসন্ন সিনেমা দ্য ম্যাট্রিক্স রিসারেকশনের প্রচারে পোশাকের ঝলকেই মাত করলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ল রোচের স্টাইলে অসাধারণ একটি প্যাটার্ন ড্রেস বেছে নিয়েছিলেন গ্লোবাল আইকন অভিনেত্রী।
বিদেশি নামী ফ্যাশন ডিজাইনার রবার্তো কাভালির একটি পোশাক বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। গোলাকার নেকলাইন, প্লিটেড মিডি-লেংথ স্কার্টে অন্য রূপে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে। সুন্দর দেখতে স্কার্টের সঙ্গে লম্বা ব্লেজার নিয়েছিলেন। তাতে তিনি যে ফ্যাশন অন্যতম মুখ তাতে বলার অপেক্ষা রাখে না। ড্রেসের সঙ্গে ব্লেডার অক অদ্ভূত মিল ছিল। কালো রঙের পাম্পসুর সঙ্গে গোটা লুকটাই তিনি আমূল বদলে দিয়েছেন। মিসম্যাচ না হলেও দুটি পোশাকের মধ্যে এক পারস্পরিক টান ছিল। যা পরিবেশ ও লুকের মাধ্যমে প্রকাশ পেয়েছে নিপুনভাবে। প্রিয়াঙ্কা আর আত্মবিশ্বাস, এই দুটি একই সত্ত্বা। তাই পোশাকে চাহিদা অনুযায়ী সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি। অসাধারণ প্যাটার্ন স্কার্টের সঙ্গে স্টেটমেন্ট গোল্ড টোনড কানের দুল বেছে নিয়েছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলিতে দারুণ ভাবে ফুটে উঠেছে। পোশাক ও লুকের সঙ্গে সঙ্গে নজর কেড়েছে ওই সোনার কানের দুলটিও।
View this post on Instagram
হাইলাইটেড মেকআপে প্রিয়াঙ্কাকে যে অসামান্য লুক দেয় তা নতুন কিছু নয়। ম্যাট মোভ-গোলাপী লিপ শেড, স্পোকি আইশ্যাডো, নিখুঁত ও সুন্দর আইলাইনের দিয়ে চোখের মেকআপ জাস্ট অসাধারণ লেগেছে তাঁকে। শীতের পার্টি ড্রেস বা যে কোনও ইভেন্টের জন্য প্রিয়াঙ্কার এই লুক ও পোশাক দারুণ মানানসই।
আরও পড়ুন: Navratna Necklace: সেলেবদের মতন আপনিও পরতে পারেন নবরত্ন নেকলেস! বিয়ের অনুষ্ঠানে কতটা গুরুত্বপূর্ণ