Deepika Padukone: ছবির প্রচারে গিয়ে লাল লেয়ারড গাউনে সকলের মন জয় দীপিকার! দেখুন ছবিতে
মেকআপ নিয়ে দীপিকার লুক সবসময়ই পারফেক্ট। সুন্দর ও স্মার্টলুকের জন্য মেকআপে ম্যাট ব্রাউন লিপশেড, কনট্যুরড করা গোলাপী চিকসে ব্রোঞ্জার ব্লাশ করা, মাস্কারা ও অনবদ্য স্মোকি আইশ্যাডো ব্যবহার করেছিলেন।
পোশাকটা দেখে একটু চেনা লাগলেও লাগতে পারে। কান ফেস্টিভ্যালে একবার গাঢ় গোলাপী রঙের এই একই প্যাটার্নের গাউন পরেছিলেন দীপিকা পাড়ুকোণ।এবার বহু প্রতীক্ষিত সিনেমা ৮৩ -এর প্রচার অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ। সেই ইভেন্টেই শালিনা নাথানির স্টাইলে একটি গ্ল্যামারাস গাউনে নিজেকে অনন্যা রূপে সাজিয়েছিলেন। শুধু পোশাকেই আটকে থাকেননি, অসাধারণ লুকের জন্য মেকআপ টাচও ছিল অসামান্যা।
লাল রঙের অফ-শোল্ডার সুন্দর গাউনটির হাতার কাছে অসাধারণ ঢেউ খেলানো লেয়ারড ছিল। রেড কার্পেট ইভেন্টের জন্য পারফেক্ট গাউন বেছে নিয়েছিলেন দীপিকা। সঙ্গে গাউনের সঙ্গে ম্যাচ করে তাতে হিরে ও পান্নার কানের দুল। দীপ্ত ও উজ্জ্বল দীপিকা যে গোটা ইভেন্টের লাইমলাইট কেড়ে নিয়েছেন তা বলাই বাহুল্য।
View this post on Instagram
মেকআপ নিয়ে দীপিকার লুক সবসময়ই পারফেক্ট। সুন্দর ও স্মার্টলুকের জন্য মেকআপে ম্যাট ব্রাউন লিপশেড, কনট্যুরড করা গোলাপী চিকসে ব্রোঞ্জার ব্লাশ করা, মাস্কারা ও অনবদ্য স্মোকি আইশ্যাডো ব্যবহার করেছিলেন। গাউন বা শাড়ি, সবেতেই থাকে দীপিকার সিগনেচার হেয়ারস্টাইল। যার ফলে গোটা লুকটাই একটি অভিনবত্বের ছোঁয়া পেয়েছে। তবে দীপিকার নিজস্ব কিছু স্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে, যা সব ডিজাইনার পোশাকের সঙ্গে তিনি অবলীলায় ফিট হয়ে যান। তা সে ভারতীয় লুকেই হোক কিংবা পশ্চিমী স্টাইল, দীপিকা নিজস্ব কেতেই সকলকে মুগ্ধ করে চোলে।