Sweater Styling: শীতকালে পুরনো সোয়েটারকে কীভাবে নতুন ফ্যাশনের মোড় দেবেন ভাবছেন? এই টিপসগুলো মেনে চললেই হবে…
নিম্নলিখিত পদ্ধতিগুলো মেনে চললেই আপনি আপনার পুরনো সোয়েটার দিয়ে নানা ভাবে অত্যন্ত নিপুণভাবে নতুন ফ্যাশনের মোড় দিতে পারবেন। এতে পুরনো সোয়েটার নিয়ে কী করবেন ভেবে ব্যতিব্যস্ত হতে হবে না আর।
বড়দিন আসছে। ফ্যাশন থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুরই বড়দিন এটা। বছরের শেষের দিককার সব থেকে বড় অনুষ্ঠান। এদিকে শীতও পড়েছে জাঁকিয়ে। আলমারিতে সোয়েটারগুলি জমে রয়েছে। শীতের পোশাকের আসল সমস্যাই হল, চরম শীত ছাড়া কয়েকটা পোশাক সাড়া বছর আর পরা হয় না। সোয়েটারের ক্ষেত্রে তা সবচেয়ে বেশি লক্ষণীয়।
হাল-ফ্যাশনের সোয়েটার সকলের কাছেই আছে। তাই বলে পুরোনো সোয়েটারগুলি রং ফিকে হয়ে গিয়েছে বলে কি ফেলে দেবেন? এই শীতে শীতপোশাকে নতুনত্ব আনতে পুরোনো সোয়েটার দিয়েই বানিয়ে নিন নতুন পোশাক। যা আপনাকে শীতকালে তো বটেই, বড়দিনের ফ্যাশনেও বেশ সাহায্য করতে পারে। তাহলে আসুন, জেনে নেওয়া যাক, কীভাবে আপনি পুরনো সোয়েটারকে নতুন ফ্যাশনের মোড়কে সাজিয়ে তুলতে পারবেন…
পুরনো সোয়েটার কেটে ব্যাক ওপেন টপ:
পুরনো শীতের পোশাককে কেতাদুরস্ত করে তুলতে চাইলে সোয়েটারের পিছনের অংশটি কেটে নিন। পিছনের ফাঁকা অংশটিতে ক্রিসক্রস আকারে দুটি স্ট্র্যাপ দিয়ে একটি বো বেঁধে নিন। সর্বাধুনিক সাজ তৈরি হয়ে যাবে আপনার পুরনো দিনের সোয়েটার থেকেই। এটা দেখতেও সুন্দর লাগবে আর এতে আপনার ফ্যাশনও হবে জমকালো।
সোয়েটার থেকে স্কার্ফ:
বাড়িতে উলের কোনও পুরোনো সোয়েটার থাকলে তা কেটে বানিয়ে নিতে পারেন উলের স্কার্ফ। এই স্কার্ফ আপনাকে যেমন অতিরিক্ত ঠাণ্ডা থেকে বাঁচাতে পারে, তেমনই আপনার ওপরের অংশের ফ্যাশন বেশ চিত্তাকর্ষক হয়ে উঠবে। সব মিলিয়ে ঠাণ্ডার হাত থেকে বাঁচার পাশাপাশি ফ্যাশনের দৃষ্টিভঙ্গি থেকেও আপনি সেফ।
সোয়েটার থেকে স্কার্ট:
অনেকদিনের পুরনো রংচঙে সোয়েটার থাকলে সোয়েটারের বুকের উপরের অংশ থেকে হাতা সমেত কেটে নিন। কয়েকটি বোতাম কোমরের কাছে লাগিয়ে নিতে পারেন। সামগ্রিকভাবে পোশাকটি একটা দারুণ লুক নিয়ে আসবে। যা আপনাকে অনেক লোকের মধ্যেও বেশ কিছুটা স্বতন্ত্র করে তুলতে সক্ষম হবে।
পুরনো সোয়েটারকে করে তুলুন ফিউশন ড্রেস:
অনেকদিন আগের একটি সোয়েটারেও আনতে পারেন ফিউশনের ছোঁয়া। সোয়েটারের সামনে থেকে এক পাশে কেটে নিন। ফাঁকা অংশটিতে লাগিয়ে নিতে পারেন অন্য পোশাকের অংশ। অথবা হাঁটু ঝুল কোনও জামার উপরেও পরতে পারেন এই সোয়েটারটি। এভাবেই আপনি আপনার পুরনো সোয়েটার দিয়ে নানা ভাবে অত্যন্ত নিপুণভাবে নতুন ফ্যাশনের মোড় দিতে পারবেন। এতে পুরনো সোয়েটার নিয়ে কী করবেন ভেবে ব্যতিব্যস্ত হতে হবে না আর।