মহিলা এবং পুরুষের সারা বছরের সঙ্গী হল জিন্স। সহজে যেমন গলিয়ে নেওয়া যায় তেমনই একটা টপ আর টিশার্ট হলেই কাজ চলে যায়। একটা জিন্স টানা বেশ কয়েকদিন পরাও যায়। ফলে রোজ দিন আর পোশাকের ভাবনা থাকে না।
জিন্সের মত আরামদায়ক সঙ্গী খুবই কম আছে। জিন্স পরে সহজেই ঘোরাফেরা করা যায়। আর এই শীতের দিনে তো জিন্সের জুড়ি মেলা ভার। জিন্সের জামা, জ্যাকেট এই সময়ে যা আরাম দেয় তা আর অন্য কোনও কিছু দেয় না।
জিন্সের সঙ্গে সহজে ফ্যাশানও করা যায়। স্টাইলিশ টপ, কুর্তি আর ছেলেদের ক্ষেত্রে শার্ট বা টি-শার্ট হলেই চলে যায়। দেখে বোঝার জো নেই যে এই প্যান্ট গতকালও আপনি পরেছিলেন। আর জিন্স এত টেকসই যে অন্য কোনও পোশাক একে টেক্কা দিতে পারে না।
এবার প্রশ্ন হল সপ্তাহে কতদিন অন্তর জিন্স কাচবেন। সবাই বলেন যে জিন্স বেশি কাচবার দরকার নেই তবে ঠিক কতদিন পরপর জিন্স কাচা উচিত তাও সকলে ঠিক করে জানেন না। জিন্সের প্যান্ট অনেকেই সপ্তাহে ৩-৪ দিন প্যান্ট কাচেন।
২০১৭ সালে কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, সপ্তাহে তো নয়-ই এমনকি মাসেও একবার জিন্স ধোয়া উচিত নয় এই প্যান্ট। কারণ এতে ডেনিমের প্যান্টের আয়ু কমতে থাকে।
সেই গবেষণায় আরও বলা হয়েছে,টানা ১৫ মাস ব্যবহারের পরেও অন্য জামা-কাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রবেশ ঘটে কম পরিসরে। শুকনো আবহাওয়ায় একটি প্যান্ট যদি ১৫ মাস পরলে, আর্দ্র আবহাওয়ায় সেটি ৮-৯ মাস পরলেও কোনো সমস্যা হবে না।
ডেনিম কাপড়ের কারণে সাধারণ কিছু ত্বকের সমস্যা ছাড়া অন্য কোনো ধরনের জীবাণু এতে বেশি পরিমাণে বাড়তে পারে না। তবে প্যান্টটি একেবারেই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ধুতে পারেন। তাও অন্তত ১০ বার পরার পর ডেনিমের প্যান্ট ধোয়া উচিত।