সাজের কথা ভাবলেই প্রথমে একজন নারীর নাম মাথায় আসে। আমাদের সমাজে বড় হতে হতে আমরা এইভাবেই মানসিক গঠন করে ফেলেছি। পুরুষের সাজ মানেই তা ক্লাসিক এবং ফরম্যাল। ভারতে ফরম্যাল থেকে নর্ম্যালে ফ্যাশনকে টেনে এনেছে বলিউডে রণবীর সিং, আয়ুষ্মান খুরানা বা ভিকি কৌশলেরা। তাহলে আমজনতার ফ্যাশনে তথাকথিত ফ্যাশন থেকে বেরিয়ে নতুন লুক থাকবে না কেন? পুরুষের একঘেয়ে ফ্যাশনের ট্রেন্ড ভেঙে ফেলুন একেবারে।
১) লেগ অব মটন স্লিভ:
গিগট স্লিভের জামা মূলত লেগ অব মটন স্লিভ বলে পরিচিত। মানে হাতের উপর থেকে কনুই অবধি কুঁচি করে ফোলা, এবং তার নিচ থেকে ফিটিং জামা। এই ফুলহাতা জামা ফ্যাশনে থাকলে, আপনি পার্টিতে নজর কাড়বেন অবশ্যই।
২) ডবল বেল স্লিভ:
এই ধরণের শার্টের হাতায় দুটো জায়গায় পরপর কুঁচি জোর থাকে। মানে পুরো স্লিভটাই কুঁচি, কনুই এবং হাতের শুরুতে একটা করে সেলাই থাকবে। তাতে ইলাস্টিকও থাকতে পারে, আবার নাও থাকতে পারে।
৩) ব্যাটউইং স্লিভ:
এইধরণের শার্টের গঠনটা একটু অদ্ভূত হয়। হাতের কনুই থেকে হাতা শুরু হয় আলাদা করে। সেখান খেকে শার্টের বুনন শুরু হয়। অর্থাৎ কনুইয়ের উপরের অংশে শার্ট এবং হাতার ডিভাইডার থাকে না। এধরণের শার্ট গরমে বেশ কমফোর্টেবল।