AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabyasachi Collaborates with H&M: ভারতীয়দের জন্য প্রথমবার শাড়ি তৈরি করল এইচঅ্যান্ডএম

সব্যসাচী ব্র্যান্ডের সিইও এবং প্রতিষ্ঠাতা সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, "H&M- এর সাথে আমাদের এই কোলাবোরেশনের নতুন তারিখ ঘোষণা করতে পেরে খুশি, কারণ এটা বিশ্বের ফ্যাশান ইন্ডাস্ট্রিতে ভারতের নাম আরও উজ্জ্বল করবে।"

Sabyasachi Collaborates with H&M: ভারতীয়দের জন্য প্রথমবার শাড়ি তৈরি করল এইচঅ্যান্ডএম
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 10:18 AM
Share

২০২০ সালের ১৬ এপ্রিল। বিশ্বজুড়ে সমস্ত ভারতীয় মহিলা যাঁরা ফ্যাশনের খবর রাখেন, এই দিন প্রচণ্ড উৎসাহিত ছিল। কারণ? সব্যসাচী আর এইচঅ্যান্ডএমের কোলাবোরেশনের জন্য। ভারতের প্রথম সারির একটা ব্র্যান্ডের সাথে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটা হাই স্ট্রিট ব্র্যান্ডের সমন্বয় রীতিমত সাড়া ফেলে দিয়েছিল চারিদিকে। আর তারপর…প্যান্ডেমিক!

ম্যাগাজিনের কভার প্রস্তুত, মডেল নির্বাচন থেকে শুরু করে শুটও শেষ। সব্যসাচী মুখার্জির একটা জিনিসে কখনও ভুল হয় না, তাঁর আসন্ন যে কোনো প্রোডাক্টকে ঘিরে একটা শোরগোল ফেলা গল্প তৈরি করতে। এবারও তাই হল। ইন্সটগ্রামে সাড়া ফেলে দিল তাঁর প্রোডাক্টের ফটোশুট। ‘Big Love’ ক্যাপশনে মুক্তি পেল তাঁর এবং এইচঅ্যান্ডএমের সমন্বয়ের প্রথম কালেকশন – ‘Wanderlust’।

ইতিমধ্যেই তিনি বাজারে যে পরিমাণ সাড়া পড়েছে তাতে বেশ আপ্লুত হয়ে বেশ কিছু লেখাও লিখেছেন। তাতে তিনি কীভাবে এইচঅ্যান্ডএমের সাথে সমন্বয়ের পথে এগোলেন তার কথাও জানিয়েছেন তিনি।

সুইডিশ পোশাক খুচরা বিক্রেতা এইচ অ্যান্ড এম সোমবার ভারতীয় ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ড সব্যসাচীর সাথে তার বিশ্বব্যাপী সমন্বয়ের কথা জানিয়েছে। এই সমন্বয় দেশের তৈরি কাপড়কে বিশ্বের বাজারে তুলে ধরবে।

প্রায় ৫০-৭০ ধরণের পোশাক নিয়ে লঞ্চ করতে চলেছে Wanderlust। এটি কিছু নির্দিষ্ট এইচঅ্যান্ডএম ফ্ল্যাগশিপ স্টোরে এবং ৪৮ টি ওয়েবসাইটে পাওয়া যাবে

সব্যসাচীর অংশ হয়ে এইচঅ্যান্ডএম প্রথমবারের জন্য ‘শাড়ি’ লঞ্চ করেছে। এই শাড়ি ভারতীয় গ্রাহকদের জন্যই তৈরি করা হয়েছে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, “সব্যসাচী আর এইচঅ্যান্ডএম একটি এমন ট্রেন্ড তৈরি করতে চাইছে যা কাপড়ের দিক থেকে খুব সমৃদ্ধ হবে।” ডিজাইনের দিক থেকে এই কালেকশনটি ‘নোম্যাড’ সংস্কৃতির অন্তর্ভুক্ত হবে বলেই জানা গিয়েছে।

১২ অগাস্ট থেকে মুক্তি পেয়েছে এই কালেকশন। ৭৯৯ টাকা থেকে শুরু করে ৯,৯৯৯ টাকা পর্যন্ত দামে পাওয়া যাবে ‘Wanderlust Collection’। দিল্লি, আহমেদাবাদ, গুরগাঁও, বেঙ্গালুরু, মোহালি, চেন্নাই, হায়দরাবাদ, নয়ডা এবং লখনউয়ের H&M দোকানে এই কালেকশন পাওয়া যাবে।

সব্যসাচী ব্র্যান্ডের সিইও এবং প্রতিষ্ঠাতা সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, “H&M- এর সাথে আমাদের এই কোলাবোরেশনের নতুন তারিখ ঘোষণা করতে পেরে খুশি, কারণ এটা বিশ্বের ফ্যাশান ইন্ডাস্ট্রিতে ভারতের নাম আরও উজ্জ্বল করবে।”

ভার্চুয়াল প্রেস মিটিংয়ের সময় একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে H&M এর প্রধান মারিয়া জেমজেল (Maria Gemzell) বলেন, “এইচঅ্যান্ডএমএর  জন্য ভারতের বাজার খুব গুরুত্বপূর্ণ। এখনকার দিনে ঘরোয়া কাজের কাপড় পরতে অনেকেই খুব পছন্দ করছেন। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

আরও পড়ুন: সব্যসাচীর পোশাক চাপিয়ে ৭০-এর দশকের ফিল দিলেন তামান্না ভাটিয়া