Bollywood Fashion: একই সিল্ক ভেলভেট কাফতানে জাহ্নবী ও নেহা! কাকে বেশি সুন্দর লাগছে, বলুন তো

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 07, 2022 | 8:27 PM

এবার প্রশ্ন জাগতেই পারে, এই সুন্দর দেখতে কাফতানটির দাম কত? সুরেনা চৌধুরীর ওয়েবসাইটে গেলেই এই কাফতানটি নজরে পড়বে। দাম মাত্র ১৭,৯০০ টাকা। সামনে কোনও বিয়ের অনুষ্ঠান বা পার্টিতে এই ধরনের পোশাক পরতে পারেন।

Bollywood Fashion: একই সিল্ক ভেলভেট কাফতানে জাহ্নবী ও নেহা! কাকে বেশি সুন্দর লাগছে, বলুন তো
জাহ্নবী কাপুর ও নেহা ধুপিয়া। ছবিটি ইন্সটাগ্রাম থেকে নেওয়া

Follow Us

হলিউড, বলিউড যেখানে দেখুন না কেন, সেলেবরা একে অপরকে টেক্কা দিতে গিয়ে একই ফ্যাশন স্টেটমেন্ট ফলো করে ফেলেন। এমন ঘটনা বলিউডে তো আকছার ঘটে। জাহ্নবী কাপুর ও নেহা ধুপিয়াও পৃথক দুই ইভেন্টে একই ধরনের কাফতান পরে সাড়া ফেলে দিয়েছেন। তবে ভক্তদের এই একই পোশাক পরা নিয়ে যত না কৌতূহল বেড়েছে, তার থেকে এটা ভেবে চলেছেন. একই পোশাকে দুই ডিভার মধ্যে কে বেশি সুন্দরী লাগছেন। প্রসঙ্গত, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফেপ সঙ্গীত অনুষ্ঠানে এমন সিল্কের সুন্দর কাফতান পরেছিলেন নেহা। সেই ছবি ইন্সটাগ্রাম পেজে দিয়েছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া। অসাধারণ দেখতে এই কাফতানটি ডিজাইনার সুরেনা চৌধুরী বানিয়েছিলেন। শুধু তাই নয়., এই একই কাফতান পরে ফটোশ্যুট করেছেন বনি-কন্যাও। সেই ছবি আবার ইন্সটাতে নিজের প্রোফাইলে পোস্টও করেছেন জাহ্নবী।

ডিপ নেকলাইনের কালো রঙের সিল্কের মখমলের এই কাফতানটি পরে দুজনকেই গ্ল্যামারাস লেগেছে। গোটা কাফতানে সোনালী সুতোর গভীর ও নিপুন হাতের কাজ রয়েছে।

জাহ্ণবী কাপুর

একটি ফটোশ্যুটের জন্য শ্রীদেবী কন্যা এই সুন্দর দেখতে কাফতানটি বেছে নিয়েছিলেন। ধড়ক সিনেমার অভিনেত্রী এই পোশাকের সঙ্গে মানানসই একজোড়া সোনার ও বেগুনির ড্রপ কানের দুল পরেছিলেন। মেকআপেও ছিল গ্ল্যামার লুক। স্মোকি আইশ্যাডো, লাল লিপশেড, মাস্কারার ছোঁয়ায় চোখ দুটিতে মায়া লেগেছিল।

নেহা ধুপিয়া

রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স ফোর্ট বারওয়ারায় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের জন্য এই অসাধারণ দেখতে ও নজরকাড়া কাফতানটি পরেছিলেন। অনুষ্ঠানে নেহা যে বেশ নজর কেড়েছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ছবি নিজের পেজে শেয়ারও করেছিলেন। কাফতানের সঙ্গে একটি সুন্দর দেখতে চোকার ও নেকলেশ পরেছিলেন। কাফতানের সঙ্গে জাঙ্ক জুয়েলারি পরতেই পছন্দ করেছেন তিনি। সিলভার চুরি, সুন্দর রিং পরেছিলেন নেহা। মেকআপেও ছিল গ্ল্যামারাস লুক। গোলাপী লিপশেড, স্মোকি আই মেকআপে নেহাকে একটু আলাদাই লাগছিল।

এবার প্রশ্ন জাগতেই পারে, এই সুন্দর দেখতে কাফতানটির দাম কত? সুরেনা চৌধুরীর ওয়েবসাইটে গেলেই এই কাফতানটি নজরে পড়বে। দাম মাত্র ১৭,৯০০ টাকা। সামনে কোনও বিয়ের অনুষ্ঠান বা পার্টিতে এই ধরনের পোশাক পরতে পারেন।

আরও পড়ুন: Kajol: পারফেক্ট পার্টি আউটফিট! রেড গাউনে বোল্ড কাজলে মুগ্ধ ভক্তরা, দেখুন ছবিতে

 

Next Article